ওয়ানডেতে মুশফিকের যত রেকর্ড

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০১: ০৫
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০১: ০৭

ডিসমিসাল

বিজ্ঞাপন

ওয়ানডেতে ২৯৭টি ডিসমিসাল করেছেন উইকেটরক্ষক মুশফিক। বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারের নামের পাশে ১৩০টিও ডিসমিসাল নেই। ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে ডিসমিসালের হিসাবে মুশফিক রয়েছেন তালিকার পাঁচে। ক্যাচ নিয়েছেন ২৪১টি, স্টাম্পিং করেছেন ৫৬টি। ক্যাচ ও স্টাম্পিংয়ের সংখ্যার দিক থেকে মুশফিক বিশ্বের পঞ্চম। ফিল্ডার হিসেবে মুশফিক নিয়েছেন ২টি ক্যাচ।

ওয়ানডের পরিধি

মুশফিক ওয়ানডে খেলেছেন ১৮ বছর ২০২ দিন। বাংলাদেশের ক্রিকেটে এটি রেকর্ড। ক্রিকেট বিশ্বের হিসাবে তিনি অষ্টম। ১৭ বছর ২১৪ দিন ওয়ানডে খেলে বাংলাদেশের দ্বিতীয় স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ।


ম্যাচে পাঁচ ডিসমিসাল

ওয়ানডেতে দুই ম্যাচে ৫টি করে ডিসমিসাল করেছেন মুশফিক। এটা দেশের রেকর্ড। বাংলাদেশের হয়ে একবার ৫টি ডিসমিসাল পেয়েছেন শুধু খালেদ মাসুদ।

পার্টনারশিপ

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে রেকর্ড ৩ হাজার ৫৪৫ রানের জুটি গড়েছেন সাকিব-মুশফিক। মাহমুদউল্লাহর সঙ্গে গড়েছেন ২ হাজার ৫৭৪ রানের জুটি। এই দুজন রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে।

সেঞ্চুরি জুটি

একদিনের ক্রিকেটে সাকিব-মুশফিক লিখেছেন ৭টি সেঞ্চুরি জুটির গল্প। বাংলাদেশে এটি রেকর্ড।

ব্যক্তিগত সর্বোচ্চ

ওয়ানডে টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ১৪৪ রানের ইনিংসটা মুশফিকের। ২০১৮ সালে দুবাইয়ের মাটিতে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রান করেছিলেন মুশফিক।

রান

ওয়ানডেতে মুশফিক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক- ৭ হাজার ৭৯৫। ৮ হাজার ৩৫৭ রান শীর্ষে রয়েছেন তামিম ইকবাল।

সেঞ্চুরি

মুশফিক ৯টি ওয়ানডে সেঞ্চুরি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয়। তার সমান ৯টি সেঞ্চুরির মালিক সাকিবও। সর্বাধিক ১৪টি সেঞ্চুরি তামিমের।

হাফ-সেঞ্চুরি

ওয়ানডেতে মুশফিকের ফিফটি ৫৮টি। যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন তামিম (৭০) ও সাকিব (৬৫)।


এক ভেন্যুতে রান

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে মুশফিকের রান ২৬৮৪। এক ভেন্যুতে যা কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ। মিরপুরেই ২৮৯৭ রান নিয়ে প্রথম তামিম।

সিরিজসেরা

ওয়ানতে ৬ বার সিরিজসেরা হয়েছেন মুশফিক। যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ৭ বার সিরিজসেরা হয়ে ওপরে শুধু সাকিব। উইকেটকিপার হিসেবে সিরিজসেরা হওয়ায় পুরো বিশ্বেই সবার ওপরে মুশফিক। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ভারতের মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছেন মুশফিক।

ছক্কা

ওয়ানডেতে মুশফিকের ছক্কা ১০০, যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ১০৭ ছক্কায় মাহমুদউল্লাহ সবার ওপরে, ১০৩ ছক্কা নিয়ে দুইয়ে তামিম।

সর্বাধিক ওয়ানডে

বাংলাদেশের জার্সিতে সর্বাধিক ২৭৪ ওয়ানডে খেলেছেন মুশফিক। একদিনের ক্রিকেটে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৭ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে

ম্যাচ খেলোয়াড়

২৭৪ মুশফিকুর রহিম

২৪৭ সাকিব আল হাসান

২৪৩ তামিম ইকবাল

২৩৯ মাহমুদউল্লাহ

২১৮ মাশরাফি বিন মুর্তজা



মুশফিকুর রহিম ওয়ানডে ক্যারিয়ার

ম্যাচ: ২৭৪

রান: ৭৭৯৫

সর্বোচ্চ ইনিংস: ১৪৪

গড়: ৩৬.৪২

স্ট্রাইক রেট: ৭৯.৭০

সেঞ্চুরি: ৯

ফিফটি: ৪৯

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত