আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুশফিকের অভিষেক ম্যাচের সতীর্থরা কে কোথায়

স্পোর্টস রিপোর্টার

মুশফিকের অভিষেক ম্যাচের সতীর্থরা কে কোথায়

জাভেদ ওমর বেলিম- সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এখন ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেন।

নাফিস ইকবাল- বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবে কাজ করছেন নাফিস ইকবাল। খেলা ছাড়ার পর থেকে বিভিন্ন দলের ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি।

বিজ্ঞাপন

হাবিবুল বাশার সুমন- বিসিবিতে চাকরি করেন হাবিবুল বাশার সুমন। নির্বাচক, নারী উইংয়ের প্রধানের পর এখন গেম ডেভেলপমেন্ট বিভাগে চাকরি করছেন তিনি।

আফতাব আহমেদ- দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন আফতাব আহমেদ। সেখানে একটি ক্রিকেট একাডেমিতে হেড কোচ হিসেবে কাজ করছেন আফতাব।

মোহাম্মদ আশরাফুল- বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন মোহাম্মদ আশরাফুল। এর আগে খেলা ছাড়ার পর বিভিন্ন দলের কোচ হিসেবে কাজ করছেন তিনি।

খালেদ মাসুদ পাইলট- বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ মাসুদ পাইলট। সেখানে এইচপি বিভাগের দায়িত্বে আছেন।

মোহাম্মদ রফিক- খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ রফিক।

মাশরাফি বিন মর্তুজা- ক্রিকেটকে বিদায় জানানোর আগে রাজনীতিতে জড়িয়ে পড়েন মাশরাফি বিন মর্তুজা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক আছেন।

আনোয়ার হোসেন মনির- বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে কোচ হিসেবে চাকরিরত আছেন তিনি।

শাহাদাত হোসেন রাজিব- এখনো ক্রিকেট ছাড়েননি। তবে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন এমনটাও বলা যায় না। বিভিন্ন বিতর্কে জড়িয়ে ক্রিকেট থেকে একরকম দূরেই আছেন শাহাদাত হোসেন রাজিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...