অস্ট্রেলিয়া সফর

স্পোর্টস ডেস্ক

হার দিয়েই সফর শুরু করেছিল ভারত। দ্বিতীয় ওয়ানডেতেও অতিথিদের হজম করতে হয় হারের তেতো স্বাদ। জয় যেন কিছুতেই ধরা দিচ্ছিল না ভারতীয় শিবিরে। অস্ট্রেলিয়া সফরে টানা পরাজয়ের পর অবশেষে আজ জয়ের সন্ধান পেয়েছে ক্যাপ্টেন শুভমান গিলের দল।
রোহিত শর্মার দারুণ সেঞ্চুরি আর বিরাট কোহলির হাফ-সেঞ্চুরিতে তৃতীয় ও শেষ ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে জয়ের জন্য ক্ষুধার্ত ভারত। দাপুটে জয়টা এসেছে আবার ৬৯ বল হাতে রেখে। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে বিরাট কোহলিরা। সফরকারীরা সান্ত্বনার জয় পেলেও তিন ম্যাচের সিরিজ অজিরা জিতল ২-১ ব্যবধানে।
টস জিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। ২৩৬ রানেই থেমে যায় স্বাগতিকদের ব্যাটিং লড়াই। ফিফটি হাঁকিয়েছেন ম্যাট রেনশ (৫৬)। মিচেল মার্শের ব্যাট ছুঁয়ে আসে ৪১ রান। সঙ্গে ম্যাথু শর্ট ৩০, ট্রাভিস হেড ২৯, অ্যালেক্স কেরি ২৪ ও কুপার কনোলি ২৩ রান যোগ করেন দলীয় স্কোরে। ভারতের হয়ে হার্শিত রানা শিকার করেন ৪ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার শুভমান গিলের উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে ফেলে ভারত। ১২১ রানের হার না মানা দাপুটে এক ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। ১২৫ বলের ইনিংসটা সাবেক অধিনায়ক সাজিয়েছিলেন ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কায়। বিরাট কোহলির সঙ্গে ১৬৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে যান রোহিত। তার ব্যাটিং পার্টনার কোহলি অবশ্য জাদুকরী তিন অঙ্ক ছুঁতে পারেননি জয় নিশ্চিত হয়ে যাওয়ায়। ৮১ বলে ৭ বাউন্ডারিতে ৭৪ রানে অপরাজিত থেকে যান কোহলি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২৩৬/১০, ৪৬.৪ ওভার (মার্শ ৪১, হেড ২৯, শর্ট ৩০, রেনশ ৫৬, কেরি ২৪, কনোলি ২৩; হার্শিত ৪/৩৯ ও ওয়াশিংটন ২/৪৪)।
ভারত: ২৩৭/১, ৩৮.৩ ওভার (রোহিত ১২১*, গিল ২৪, কোহলি ৭৪*; হ্যাজলউড ১/২৩)।
ফল: ভারত ৯ উইকেটে জয়ী।
সিরিজ: অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: রোহিত শর্মা।
সিরিজ সেরা: রোহিত শর্মা।

হার দিয়েই সফর শুরু করেছিল ভারত। দ্বিতীয় ওয়ানডেতেও অতিথিদের হজম করতে হয় হারের তেতো স্বাদ। জয় যেন কিছুতেই ধরা দিচ্ছিল না ভারতীয় শিবিরে। অস্ট্রেলিয়া সফরে টানা পরাজয়ের পর অবশেষে আজ জয়ের সন্ধান পেয়েছে ক্যাপ্টেন শুভমান গিলের দল।
রোহিত শর্মার দারুণ সেঞ্চুরি আর বিরাট কোহলির হাফ-সেঞ্চুরিতে তৃতীয় ও শেষ ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে জয়ের জন্য ক্ষুধার্ত ভারত। দাপুটে জয়টা এসেছে আবার ৬৯ বল হাতে রেখে। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে বিরাট কোহলিরা। সফরকারীরা সান্ত্বনার জয় পেলেও তিন ম্যাচের সিরিজ অজিরা জিতল ২-১ ব্যবধানে।
টস জিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। ২৩৬ রানেই থেমে যায় স্বাগতিকদের ব্যাটিং লড়াই। ফিফটি হাঁকিয়েছেন ম্যাট রেনশ (৫৬)। মিচেল মার্শের ব্যাট ছুঁয়ে আসে ৪১ রান। সঙ্গে ম্যাথু শর্ট ৩০, ট্রাভিস হেড ২৯, অ্যালেক্স কেরি ২৪ ও কুপার কনোলি ২৩ রান যোগ করেন দলীয় স্কোরে। ভারতের হয়ে হার্শিত রানা শিকার করেন ৪ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার শুভমান গিলের উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে ফেলে ভারত। ১২১ রানের হার না মানা দাপুটে এক ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। ১২৫ বলের ইনিংসটা সাবেক অধিনায়ক সাজিয়েছিলেন ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কায়। বিরাট কোহলির সঙ্গে ১৬৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে যান রোহিত। তার ব্যাটিং পার্টনার কোহলি অবশ্য জাদুকরী তিন অঙ্ক ছুঁতে পারেননি জয় নিশ্চিত হয়ে যাওয়ায়। ৮১ বলে ৭ বাউন্ডারিতে ৭৪ রানে অপরাজিত থেকে যান কোহলি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২৩৬/১০, ৪৬.৪ ওভার (মার্শ ৪১, হেড ২৯, শর্ট ৩০, রেনশ ৫৬, কেরি ২৪, কনোলি ২৩; হার্শিত ৪/৩৯ ও ওয়াশিংটন ২/৪৪)।
ভারত: ২৩৭/১, ৩৮.৩ ওভার (রোহিত ১২১*, গিল ২৪, কোহলি ৭৪*; হ্যাজলউড ১/২৩)।
ফল: ভারত ৯ উইকেটে জয়ী।
সিরিজ: অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: রোহিত শর্মা।
সিরিজ সেরা: রোহিত শর্মা।

চ্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে রয়েছে পিএসজি। বার্সেলোনাকে হারানোর পর বায়ার লেভারকুসেনকে উড়িয়ে দিয়েছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। তবে ঘরোয়া ফুটবলে সময়টা যাচ্ছিল যাচ্ছে-তাই বাজে। হোঁচট খেয়েছে পরপর দুই ম্যাচে।
৩ ঘণ্টা আগে
২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় চমক সান্ডারল্যান্ড এবার লিগের ম্যাচেও চমক দেখালো। প্রিমিয়ার লিগে আজ শেষ মুহূর্তের গোলে চেলসিকে ২-১ গোলে হারিয়য়ে দুইয়ে উঠল সান্ডারল্যান্ড।
৪ ঘণ্টা আগে
দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন অ্যালানা কিং। ঘূর্ণি জাদুতে একাই শিকার করলেন ৭ উইকেট। তার স্পিন ভেলকিকে বিধ্বস্ত হলো দক্ষিণ আফ্রিকা। অজিরা জিতলো ৭ উইকেটের বড় ব্যবধানে। জয়টা ধরা দিয়েছে ১৯৯ বল হাতে রেখেই।
৫ ঘণ্টা আগে
প্রথম বিভাগ ফুটবল লিগে মাগুরায় ফাইনাল খেলায় মুসলিম স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে জিয়া স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
৬ ঘণ্টা আগে