একই দিন ফের শুরু হচ্ছে আইপিএল-পিএসএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৪: ৩২
আপডেট : ১৩ মে ২০২৫, ১৮: ০০

পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাতের কারণে গত শুক্রবার সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তানে সুপার লিগের (পিএসএল) এবারের আসরের খেলা। এবার বন্ধের মতো ফের একই দিন শুরু হচ্ছে এই দুই ফ্রাঞ্চাইজি লিগ।

টানা কয়েকদিন ধরে সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে রাজি হয় পাকিস্তান ও ভারত। তাই শোনা যাচ্ছিল ফের মাঠে গড়াবে আইপিএল ও পিএসএলের বাকি অংশের ম্যাচগুলো। এই লক্ষ্যে সোমবার (১২ মে) দিবাগত রাতে আইপিএল শুরুর ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর মঙ্গলবার (১৩ মে) আসলো পিএসএল শুরুর ঘোষণা। দুটি টুর্নামেন্টই ফের শুরু হবে আগামী শনিবার (১৭ মে)।

বিজ্ঞাপন

পিএসএলের এবারের আসরে বাকি আছে আরও আট ম্যাচ। ২৫ মে ফাইনাল দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন রাজা নাকভি বলেন, ‘পিএসএল যেখানে স্থগিত হয়েছিল আবার সেখান থেকেই শুরু হবে। আসুক আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ক্রিকেট উপভোগ করি।’

এদিকে আইপিএলের বাকি আছে আরও ১৬ ম্যাচ। টুর্নামেন্টটির ফাইনাল হবে ৩ জুন। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ ভেন্যুতে- মুম্বাই, ব্যাঙ্গালুরু, জয়পুর, আহমেদাবাদ, দিল্লি ও লখনৌ।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত