বিপিএলে নতুন রেকর্ড

তাসকিনের ৭ উইকেট, ঢাকার বড় পুঁজি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৫: ২১
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৫: ৪২
দুর্দান্ত বোলিং করেছেন ঢাকা এক্সপ্রেস

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৪ রানের পুঁজি পেয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। বিপিএলের এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়া রেকর্ড গড়েছেন তিনি।

ঢাকার পতন হওয়া ৯ উইকেটের মধ্যে ৭টাই নেন তাসকিন। বিনিময়ে খরচ করেন ১৯ রান। বিপিএলের এক ম্যাচে এর থেকে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। প্রথম তিন ওভারে ৪ উইকেট পান তাসকিন। নিজের শেষ ওভারে পান তিন উইকেট। তাসকিনের ক্যারিয়ার সেটা বোলিং এটি। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আমিরের দখলে। বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানের বিনিময়ে ৬ উইকেট নেন এই পাকিস্তানি পেসার।

বিজ্ঞাপন

দলীয় প্রচেষ্টায় রাজশাহীর বিপক্ষে এই পুঁজি পায় ঢাকা। ৪১ বলে সর্বোচ্চ ৫০ রান করেন শাহাদাত হোসেন। স্টিফেন এস্কেনাজির ব্যাট থেকে আসে ৪৬ রান। ২৯ বল খেলেন তিনি। ১৩ বলে ২৪ রান করেন শুভম রঞ্জন। এছাড়া ৯ বলে ২১ রান করেন থিসারা পেরেরা। ঢাকার বাকি উইকেট দুটি ভাগাভাগি করে নেন মোহর শেখ ও হাসান মুরাদ।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত