ডিপিএল খেলবেন নাসির!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ২১: ৩৫

ফিক্সিংয়ে জড়িত থাকায় ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ আছেন অলরাউন্ডার নাসির হোসেন। দেড় বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী ৭ এপ্রিল। এই সময়ের মধ্যে নতুন করে কোনো ভুল না করায় আপাতত আগামী ৮ এপ্রিল থেকে ক্রিকেট মাঠে ফিরতে পারেন তিনি। এরই মধ্যে আইসিসির কাছে আবেদন করেছেন নাসির। বিসিবি থেকে জানা গেছে, স্থগিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি। ফলে ৮ মার্চ থেকে তার ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা থাকছে না।

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা নাসির হোসেনকে দেখা যেতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ক্লাব আবাহনীতে। বিষয়টি নিশ্চিত করেছে দলটির একটি সূত্র। জানা গেছে, তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে রেখেছে ডিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মূলত ঈদের পর জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হবে জিম্বাবুয়ে সিরিজকে ঘিরে। ফলে নাজমুল হোসেন শান্ত-নাহিদ রানাদের আবাহনী ছেড়ে যোগ দিতে হবে জাতীয় দলে। তাদের বিকল্প হিসেবে নাসিরকে দলে ভেড়াচ্ছে আবাহনী।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত