আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রসঙ্গ জাতীয় দলের নেতৃত্ব

সময়ের হাতে ছেড়ে দিলেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার
সময়ের হাতে ছেড়ে দিলেন তাসকিন

বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে অল্প সময়েই নিজের নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন তাসকিন আহমেদ। তাই বলে এখনই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না এই পেসার। বিষয়টিকে সময়ের হাতে ছেড়ে দিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিনের কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দেয় রাজশাহী। তার নেতৃত্বে প্রথম ম্যাচে হারার পর রংপুর রাইডার্সের বিপক্ষে টানা দুই জয় তুলে নেয় পদ্মাপাড়ের ফ্রাঞ্চাইজিটি। তাই প্লে অফের দৌঁড়ে টিকে আছে তারা।

বিজ্ঞাপন

জাতীয় দলের অধিনায়ক ইস্যুতে তাসকিন বলেন, ‘এসব তো দেরি আছে (হাসি)। আপাতত প্রসেসেই থাকতে চাই। আমাদের আরও ম্যাচ আছে। যখণ সময় হবে তখন দেখা যাবে। তকদির বলেও তো একটা কথা আছে। সামনে অনেক ক্রিকেট খেলা আছে। একজন ক্রিকেটার হিসেবে আমি উপভোগ করে যেতে চাই এবং উন্নতির ধারা রাখতে চাই। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আসলে অধিনায়কত্ব নিয়ে চিন্তা করছি না। যদি কখনও সুযোগ আসে তখন দেখা যাবে।’

তুলনামূলক কম শক্তির দল, পারিশ্রমিকসহ নানা বিতর্কে এমনিতেই বেশ চাপে রাজশাহী। এমন পরিস্থিতিতে দল জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায় বলে মনে করেন তাসকিন, ‘সমস্যার মধ্যে থেকে খেলাটা সামনে কাজে দেবে। চাপের মধ্যে ভালো ক্রিকেট খেলতে পারলে সেটা সামনে নিশ্চয় আরও ভালো কিছু বয়ে আনবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন