ডিসেম্বরে ভারত সফর করবেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০১: ০০
লিওনেল মেসি

সে তো অনেক দিন আগের কথা। আর্জেন্টিনার হয়ে ২০১১ সালে প্রথমবার ভারত সফরে গেছেন লিওনেল মেসি। মাঝে কেটে গেছে ১৪ বছর। এরপর আর কোনো দিন উপমহাদেশে আসা হয়নি এই ফুটবল জাদুকরের। অবশেষে ফের ভারত ভ্রমণে যাচ্ছেন ২০২২ বিশ্বকাপ জয়ী এ সুপারস্টার। আগামী ডিসেম্বরে মেসি ভারতে যাবেন ব্যক্তিগত সফরে। গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫ নামে মেসির ভারত সফর শুরু হবে কলকাতা থেকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আটবারের ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তি মেসি নিজেই খবরটি নিশ্চিত করেছেন।
ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের ভারত সফরের সূচি দিয়ে মেসি লিখেছেন, ‘সত্যিই খুব উচ্ছ্বসিত আমি, এই ডিসেম্বরের ভারতের মতো একটি সুন্দর দেশ ভ্রমণে যাচ্ছি। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ ও দাতব্য কাজে অংশ নিতে পারলে দারুণ ব্যাপার হবে। এই ইভেন্টগুলো কলকাতা, মুম্বাই, নয়াদিল্লির আইকনিক স্টেডিয়াম ও সম্ভবত আরেকটি শহরে হবে...টিকিট পাওয়া যাবে শুধু ডিস্ট্রিক্ট অ্যাপে।’


মেসি ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়াম, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ১৫ ডিসেম্বর রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হবেন। আহমেদাবাদে নিজের ভাস্কর্য উন্মোচনের কথা রয়েছে এ মেগাস্টারের। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও খেলার কথা রয়েছে মেসির।


আগামী নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দলে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।


ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি আরো যোগ করেন, ‘ভারতের সবচেয়ে বড় তারকা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করা ও কথা বলার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের ব্যাপার হবে। ১৪ বছর পর আমাকে ভারতে যাওয়ার সুযোগ দেওয়ায় দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভকে ধন্যবাদ।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত