কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৬: ৪৩

দীর্ঘ সময় পর ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করেই রেকর্ডে নিজেকে রাঙালেন পাকিস্তানের বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ম্যাচজয়ী ৬৮ রানের ইনিংস খেলে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন এই ওপেনার। তার এই ইনিংসের বদৌলতে ২-১ ব্যবধানে সিরিজও জিতেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার দিক দিয়ে এতোদিন কোহলির পেছনে ছিলেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের ৫০ বা তার বেশি রান করার সংখ্যা দাঁড়াল ৪০টিতে, যা বিরাট কোহলির ৩৯টি রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা (৩৭টি)/। চতুর্থ স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (৩১টি)।

গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ১৪০ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় নিশ্চিত করে। ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে আউট হলেও বাবর আজম ও সাহিবজাদা ফারহান ৩৬ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান। এরপর বাবর ও সালমান আঘার ৭৬ রানের জুটি জয়ের ভিত্তি গড়ে দেয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত