পিএসএলে সাকিব-মিরাজ একদলে, অনুমতি দিল বিসিবি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৪: ১৫
আপডেট : ১৯ মে ২০২৫, ১৪: ৩০

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) চেয়ে আবেদন করেছিলেন মেহেদি হাসান মিরাজ। তার প্রেক্ষিতে এই অলরাউন্ডারকে পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টটিতে খেলার অনুমতি দিয়েছে বিসিবি।

জিম্বাবুইয়ান তারকা ক্রিকেটার সিকান্দার রাজার বদলি হিসেবে মিরাজকে নিয়েছে লাহোর কালান্দার্স। মিরাজের জন্য ২২ থেকে ২৫ মে পর্যন্ত অনাপত্তিপত্র ইস্যু করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞাপন

বিসিবি অনুমতি দেওয়ায় প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন মিরাজ। লাহোরে সতীর্থ হিসেবে আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে পাবেন তিনি। রোববার (১৮ মে) রাতে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে লাহোরের একাদশে ছিলেন সাকিব। যদিও এদিন অনুজ্জল ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সাকিব ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করলেও শেষ হাসি হেসেছে লাহোর। বাঁচা মরার ম্যাচটিতে ২৬ রানে জিতে প্লে অফে জায়গা করে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল।

এর আগে লাহোরের হয়ে খেলে গেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ১০ ম্যাচ শেষে লাহোরের সংগ্রহ ১১ পয়েন্ট। ২২ মে ফাইনালের লক্ষ্যে মাঠে নামবে ফ্রাঞ্চাইজিটি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত