স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ‘স্পিনারদের স্বর্গ’ হিসেবে খ্যাত। যেখানে অস্ট্রেলিয়ার মতো দল এসেও বাংলাদেশের স্পিনে ধরাশায়ী হয়ে গেছে। আর সেই মিরপুরেই বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে বল করিয়ে বিশ্ব রেকর্ডে নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে যে নজির কেউ কখনো দেখাতে পারেনি সেটাই দেখাল শাই হোপের দল।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই স্পিনার দিয়ে বোলিং ইনিংস শুরু করে পুরো ইনিংসে ধারাবাহিকতা ধরে রাখে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ক্যারিবীয়দের হয়ে ১০ ওভার করে বোলিং করেছেন নিয়মিত চার স্পিনার আকিল হোসেন, রোস্টন চেজ, খ্যারি পিয়েরে ও গুদাকেশ মোতি। বাকি ১০ ওভার করেছেন পার্ট টাইম স্পিনার আলিক আথানেজ।
এর আগে এক ইনিংসে স্পিনারদের দিয়ে সর্বোচ্চ বোলিং করানোর তালিকায় শীর্ষে ছিল শ্রীলঙ্কা। তারা এক ইনিংসে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন বোলিং করিয়েছে তিনবার। এরপর আছে ওমান, তারা নেদারল্যান্ডসের বিপক্ষে করেছিল ৪৩.৩ ওভার। পরের দুটি স্থানেও শ্রীলঙ্কা (৪৩ ওভার) ও ওয়েস্ট ইন্ডিজ (৪২ ওভার)।
স্পিনার দিয়ে সবচেয়ে বেশি বল
ওয়েস্ট ইন্ডিজ-৩০০ বল (৫০ ওভার), প্রতিপক্ষ বাংলাদেশ, ২০২৫
শ্রীলঙ্কা-২৬৪ বল (৪৪ ওভার), প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০০৪
ওমান-২৬১ বল (৪৩.৩ ওভার), প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ২০২৪
শ্রীলঙ্কা-২৫৮ বল (৪৩ ওভার), প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০২২
ওয়েস্ট ইন্ডিজ-২৫২ বল (৪২ ওভার), প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১০
বাংলাদেশের মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ‘স্পিনারদের স্বর্গ’ হিসেবে খ্যাত। যেখানে অস্ট্রেলিয়ার মতো দল এসেও বাংলাদেশের স্পিনে ধরাশায়ী হয়ে গেছে। আর সেই মিরপুরেই বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে বল করিয়ে বিশ্ব রেকর্ডে নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে যে নজির কেউ কখনো দেখাতে পারেনি সেটাই দেখাল শাই হোপের দল।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই স্পিনার দিয়ে বোলিং ইনিংস শুরু করে পুরো ইনিংসে ধারাবাহিকতা ধরে রাখে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ক্যারিবীয়দের হয়ে ১০ ওভার করে বোলিং করেছেন নিয়মিত চার স্পিনার আকিল হোসেন, রোস্টন চেজ, খ্যারি পিয়েরে ও গুদাকেশ মোতি। বাকি ১০ ওভার করেছেন পার্ট টাইম স্পিনার আলিক আথানেজ।
এর আগে এক ইনিংসে স্পিনারদের দিয়ে সর্বোচ্চ বোলিং করানোর তালিকায় শীর্ষে ছিল শ্রীলঙ্কা। তারা এক ইনিংসে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন বোলিং করিয়েছে তিনবার। এরপর আছে ওমান, তারা নেদারল্যান্ডসের বিপক্ষে করেছিল ৪৩.৩ ওভার। পরের দুটি স্থানেও শ্রীলঙ্কা (৪৩ ওভার) ও ওয়েস্ট ইন্ডিজ (৪২ ওভার)।
স্পিনার দিয়ে সবচেয়ে বেশি বল
ওয়েস্ট ইন্ডিজ-৩০০ বল (৫০ ওভার), প্রতিপক্ষ বাংলাদেশ, ২০২৫
শ্রীলঙ্কা-২৬৪ বল (৪৪ ওভার), প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০০৪
ওমান-২৬১ বল (৪৩.৩ ওভার), প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ২০২৪
শ্রীলঙ্কা-২৫৮ বল (৪৩ ওভার), প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০২২
ওয়েস্ট ইন্ডিজ-২৫২ বল (৪২ ওভার), প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১০
বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
২ ঘণ্টা আগেসুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১১ রানের লক্ষ্যে প্রথম বলে ওয়াইড ও নো বলের কল্যাণে বাড়তি এক বল পায় বাংলাদেশ। তাতে এক বলে বাংলাদেশের নামের পাশে ৫ রান। সঙ্গে বাড়তি পাওয়া হিসেবে ছিল ফ্রি হিট। তাতে ৫ বলে বাংলাদেশের দরকার ছিল ৬ রান।
৩ ঘণ্টা আগেমিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম খ্যাত ‘স্পিন স্বর্গ’ হিসেবে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলোও এখানে ধরাশয়ী হয়েছে স্পিনে।
৪ ঘণ্টা আগে