স্পিন, স্পিন, স্পিন, আর স্পিন; বিশ্বরেকর্ড!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৬: ৩০

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম খ্যাত ‘স্পিন স্বর্গ’ হিসেবে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলোও এখানে ধরাশয়ী হয়েছে স্পিনে। আর সেই মিরপুরেই গতকাল বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসের ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বল করিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু তাই নয় পুরো ম্যাচে দুই দলের স্পিনাররা মিলে বল করেছে ৯২ ওভার (৫৫২ বল)। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি বল স্পিনার দিয়ে করানোর নতুন বিশ্ব রেকর্ড। এর আগে এই রেকর্ডের মালিক ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ২০১৯ সালে দেরাদুনে এই দুই দলের ম্যাচে ৭৮.২ (৪৭০ বল) ওভার বোলিং করেছিলেন স্পিনাররা।

তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে কলম্বোতে ১৯৯৮ সালে ৭৬ ওভার (৪৫৬ বল) বল করিয়েছিল স্পিনারদের দিয়ে। চতুর্থ স্থানে থাকা ওমান ও যুক্তরাষ্ট্র ২০২৪ সালে ৪৪৭ বল (৭৪.৩ ওভার) করিয়েছিল স্পিনারদের দিয়ে। পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ ও পাকিস্তান ২০১১ সালে চট্টগ্রামে ৭৩.১ ওভার বল করিয়েছিল স্পিনারদের দিয়ে।


স্পিনার দিয়ে ম্যাচে সবচেয়ে বেশি বল
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ- ৫৫২ বল (৯২ ওভার), ২০২৫, মিরপুর
আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড- ৪৭০ বল (৭৮.২ ওভার), ২০১৯, দেরাদুন
শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে-৪৫৬ বল (৭৬ ওভার), ১৯৯৮, কলম্বো
ওমান বনাম যুক্তরাষ্ট্র-৪৪৭ বল (৭৪.৩ ওভার), ২০২৪, আল আমিরাত
বাংলাদেশ বনাম পাকিস্তান- ৪৩৯ বল (৭৩.১ ওভার), ২০১১, চট্টগ্রাম

বিষয়:

বাংলাদেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত