বায়ার্নকে হারিয়ে গ্রুপ সেরা বেনফিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১১: ০৬

আগের ম্যাচ জিতেই শেষ ষোল’র টিকিট কেটেছিল বায়ার্ন মিউনিখ। তাই বেনফিকার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল কেবলমাত্র গ্রুপ সেরা হওয়ার লড়াই। সে লড়াইয়ে জিততে পারেনি বাভারিয়ান জায়ান্টরা। তাদের ১-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের নকআউটে পা রেখেছে বেনফিকা।

বায়ার্নের বিপক্ষে এটা পর্তুগিজ ক্লাবের প্রথম জয়। তিন ম্যাচে তাদের সংগ্রহ সাত পয়েন্ট। বায়ার্নের পুঁজি ছয় পয়েন্ট। শেষ ষোলতে ফ্ল্যামেঙ্গার বিপক্ষে খেলবে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। অন্যদিকে নকআউটে বেনফিকার প্রতিপক্ষ চেলসি।

বিজ্ঞাপন

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বল দখল এবং আক্রমণে আধিপত্য ছিল বায়ার্নের। গোলের জন্য বেশকিছু সুযোগও তৈরি করেছিল জার্মানির শীর্ষ ক্লাবটি। কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্খিত গোলের দেখা পায়নি বায়ার্ন।

জায়ান্টদের বিপক্ষে জয়সূচক গোল পেতে বেশি সময় নেয়নি বেনফিকা। ১৩তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন আন্দ্রেয়াস শেলডেরুপ। ম্যাচের বাকি সময়ে আর গোলেটার শোধ দিতে পারেনি বায়ার্ন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত