লাহোর টেস্ট

চার হাফসেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২১: ৩৩
মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা (ডানে)

লাহোরে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছে পাকিস্তান। ব্যাট হাতে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন ইমাম-উল-হক। আর ব্যাট হাতে দাপট দেখিয়েছেন শান মাসুদও। দিনের শেষ দিকে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বোলারদের হতাশ করে গেছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। দারুণ ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে দুজনে থেকে অবিচ্ছিন্ন। দলের চার তারকা ব্যাটসম্যানের ব্যাটিং নৈপুণ্যে বড় সংগ্রহের পথে হাঁটছে স্বাগতিকরা। প্রোটিয়াদের নির্বিষ বোলিংয়ের সুযোগ নিয়ে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৩ রানের পুঁজি গড়ে ফেলেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

গাদ্দাফি স্টেডিয়ামে আজ টস জিতে শুরুতে ব্যাট হাতে মাঠে নেমে চমৎকার ব্যাটিং শৈলীতে সেঞ্চুরির আভাসই দিয়ে যাচ্ছিলেন ইমাম-উল-হক। কিন্তু জাদুকরী তিন অঙ্কের কাছে পৌঁছেও স্নায়ুচাপ সামাল দিতে পারেননি। দুরন্ত ব্যাটিং করেও শেষে নার্ভাস নাইনটিতে এসে সেনুরান মুথুস্যামির বলে টনি ডি দর্জির হাতে সঁপে দিয়েছেন নিজের মূল্যবান উইকেটটি। ১৫৩ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৯৩ রানের চোখধাঁধানো ইনিংস খেলে থেমে যান ইমাম।

আর ক্যাপ্টেন শান মাসুদের ব্যাট থেকে আসে ৭৬ রান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ১৬১ রানের জুটি। হাফসেঞ্চুরি হাঁকিয়ে দিন শেষে অপরাজিত রয়ে গেছেন মোহাম্মদ রিজওয়ান (৬২* ব্যাটিং) ও সালমান আগা (৫২* ব্যাটিং)। ষষ্ঠ উইকেটে দুজনে লিখেছেন ১১৪* রানের হার না মানা পার্টনারশিপের গল্প।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস : ৩১৩/৫, ৯০ ওভার (ইমাম ৯৩, মাসুদ ৭৬, রিজওয়ান ৬২* ব্যাটিং ও সালমান ৫২* ব্যাটিং; মুথুস্যামি ২/১০১ ও রাবাদা ১/৪৩)।

* প্রথম দিন শেষে

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত