সড়ক দুর্ঘটনায় সাবেক ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৬: ৩৩
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৭: ১৩

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রথম-শ্রেণির সাবেক ক্রিকেটার ও ত্রিপুরা রাজ্য দলের সাবেক অধিনায়ক রাজেশ বনিক। পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ইএসপিএনক্রিকইনফো।

বিজ্ঞাপন

২০০১-০২ মৌসুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হওয়া রাজেশ বনিক ত্রিপুরা দলে একজন নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন। পরে তিনি রাজ্যের অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেন। বনিক ছিলেন ডানহাতি ব্যাটার ও পার্টটাইম লেগ স্পিনার। ত্রিপুরার হয়ে তিনি ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। এছাড়া তিনি ২৪টি লিস্ট ‘এ’ এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

এই ক্রিকেটার ত্রিপুরার হয়ে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন, যেমন বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সি কে নাইডু ট্রফি, এম এ চিদাম্বরম ট্রফি, বুচি বাবু ইনভাইটেশনাল, অনূর্ধ্ব-১৯ কুচ বিহার ট্রফি এবং জাতীয় অনূর্ধ্ব-২৫ টুর্নামেন্ট।

২০০০ সালে কুয়ালালামপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে তিনি ইরফান পাঠান ও আম্বাতি রায়ডুর মতো ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেন। একই বছর তিনি ভারত অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে ইংল্যান্ড সফরেও যান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত