২০২৬ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত। ঠিক হয়েছে ফুটবলের বিশ্বমঞ্চের সূচিও। ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট কাটা দলগুলো জেনে গেছে তাদের গ্রুপ প্রতিপক্ষের বিষয়েও। ৪৮টি দল বিশ্বকাপ খেলবে ১২ গ্রুপে ভাগ হয়ে। ফুটবল মহাযজ্ঞের গ্রুপগুলো নিয়ে আমার দেশ-এর বিশেষ আয়োজনে আজ থাকছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইউরোপের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডের সঙ্গে ‘এল’ গ্রুপে থাকা ক্রোয়েশিয়া, পানামা ও ঘানার শক্তিমত্তা বিশ্লেষণ।
ইউরোপের অন্যতম সেরা দল ইংল্যান্ড। প্রতিবারই তারকা ঠাসা দল নিয়ে বিশ্বকাপে আসে তারা। এবারও ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপের টিকিট কেটেছে ইংলিশরা। নিজেদের গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলও তারা। এ নিয়ে ১৭তম বিশ্বকাপ খেলতে যাচ্ছে ‘থ্রি লায়ন্স’রা। আগের ১৬ বারের মধ্যে তাদের সবচেয়ে বড় সাফল্য ৫৯ বছর আগে ১৯৬৬ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরা। এবারের আসরে আরেকটি শিরোপার লক্ষ্য নিয়েই এগোচ্ছে টমাস টুখেলের দল। বাছাইয়ে দুর্দান্ত ছিল তারা। ৮ ম্যাচে ৮ জয় তুলে কোনো গোল হজম না করে বিশ্বকাপে পা রেখেছে ইংলিশরা। প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ২২টি।
গোলপোস্টের নিচে থেকে শুরু করে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ মিলে দারুণ ভারসাম্যপূর্ণ দল ইংল্যান্ড। গোলপোস্টের নিচে আছেন জর্ডান পিকফোর্ডের মতো তারকা গোলকিপার। রক্ষণে রিচি জেমস, এজরি কোন্সা, নিকো ও’রিলি, জারেল কুয়ানসাহ, ডিজেড স্পেন্স ও জন স্টোনসরা দারুণ দক্ষ। মাঝমাঠের সবচেয়ে বড় তারকার নাম জুড বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদে খেলা এই তরুণই আক্রমণভাগের মূল জোগানদাতা। তার সঙ্গে ডেক্লান রাইস, মরগান রজার্স আছেন। আক্রমণে হ্যারি কেইন বড় নাম। বায়ার্নের গোলমেশিন রূপে নিজেকে জানান দিচ্ছেন তিনি। এছাড়া ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, মার্কাস রাসফোর্ড ও বুকায়ো সাকাদের নিয়ে বিশ্বকাপের অন্যতম সেরা আক্রমণভাগই পেয়েছেন টমাস টুখেল।
গ্রুপে ইংল্যান্ডের বড় লড়াইটা হবে ক্রোয়েশিয়ার সঙ্গে। ইউরোপের সেরা দলের তালিকায় ক্রোয়েশিয়ার নামটা ওপরের দিকেই আছে। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দলটি। এর আগে ১৯৯৮ ও ২০২২ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল। আসন্ন বিশ্বকাপেও চমকে দিতে পারে তারা। তাদের দলে রয়েছে ইউরোপের লিগে খেলা নামকরা সব তারকা। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ মিলিয়ে জমজমাট এক দল তারা। দলের সবচেয়ে বড় তারকা লুকা মদ্রিচ। এরপর আছেন জোসকো গ্যাবারডিওল, মারিও প্যাসালিক, ইভান পেরেসিচরা। এটাই সম্ভবত দলটির কিংবদন্তি মদ্রিচের শেষ বিশ্বকাপ। তাই সতীর্থরাও চাইবেন শেষটা রাঙাতে।
আফ্রিকার দেশ ঘানা। এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে দলটি। থমাস পার্তে, মোহাম্মদ কুদুস, আন্দ্রে আয়ে, জর্ডান আয়ে ও ইনাকি উইলিয়ামসদের মতো তারকা নিয়ে দলটি চমকে দিতে পারে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়াকে। অন্য দল পানামা, যারা ২০১৮ সালের আসরে প্রথমবারের মতো অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশটি। তাদের দলে তারকা না থাকলেও চমকে দিতে পারে মাঠের লড়াইয়ে।
এই গ্রুপের প্রথম ম্যাচ হবে ১৭ জুন, মাঠে নামবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। একই দিনে মাঠে নামবে ঘানা ও পানামা। এরপর ২৩ ও ২৪ জুন যথাক্রমে মাঠে লড়বে ইংল্যান্ড-ঘানা ও পানামা-ক্রোয়েশিয়া। এরপর ২৭ জুন মাঠে নামবে পানামা-ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া-ঘানা।

