কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৮: ৫৯

আসরজুড়ে দাপুটে ফুটবল উপহার দিয়েছিল আর্জেন্টিনা। তবে সেমিফাইনালের লড়াইয়ে একটু ভয় ছিলোই। প্রতিপক্ষ যে আরেক শক্তিশালী দল কলম্বিয়া। মাঠের লড়াইয়েও টের পাওয়া গেল উত্তাপ। সব ছাপিয়ে মাতেও সিভেতির একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল পা রাখল আর্জেন্টিনা।

চিলির হুলিও মার্টিনেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। বেশ কয়েকটি সুযোগ এসেছিল দুই দলের সামনেই। তবে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফরোয়ার্ডরা।

ডেডলক ভাঙে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে। প্রেসতিয়ানির দারুণ এক অ্যাসিস্টে ডান পায়ের বুদ্ধিদীপ্ত শটে কলম্বিয়ার গোলকিপারকে বোকা বানান ইন্টার মায়ামির হয়ে খেলা সিভেতি। বাকি সময়ে এই ব্যবধান ধরে রেখেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

অন্য সেমিতে ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে মরক্কো। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। এরপর পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার উল্লাসে মেতে ওঠে আফ্রিকার দলটি।

আগামী ২০ অক্টোবর চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মরক্কো।

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত