ভারতকে সাকলাইন মুশতাকের ওপেন চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ২০: ১৮

ভারত-পাকিস্তান লড়াইয়ে আগের মতো প্রতিদ্বন্দ্বীতা নেই। ম্যান ইন গ্রিনরা শক্তি হারানোয় গত কয়েক বছর ধরেই ঐতিহাসিক লড়াইয়ে একাধিপত্য দেখাচ্ছে ভারত। এরপরও দলটিকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক।

চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ ম্যাচে ভারতের সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারেনি পাকিস্তান। হেরে যায় ৬ উইকেটের বড় ব্যবধানে। এমন লজ্জাজনক হারের পর দেশটির সাবেক ক্রিকেটারদের কটাক্ষ করে কথা বলছেন ভারতের সাবেকরা। যেটা ভালো লাগছে না মুশতাকের।

বিজ্ঞাপন

তাই ভারতকে ৩ ফরম্যাটে ১০টি করে মোট ৩০টি ম্যাচ খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন মুশতাক। কিংবদন্তি ক্রিকেটারের এমন সাহসের পেছনের কারণটা ভিন্ন। সাম্প্রতিক বছলগুলোতে ভারতের সঙ্গে পেরে না উঠলেও ওয়ানডে ও টেস্টে মুখোমুখি দেখায় এখনও বেশ এগিয়ে পাকিস্তান।

যেটা আত্মবিশ্বাস জোগাচ্ছে মুশতাককে। ওয়ানডেতে পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ৫৮ জয় পেয়েছে ভারত। অন্যদিকে টেস্টে পাকিস্তানের ১২ জয়ের বিপরীতে ৯টিতে শেষ হাসি হেসেছে ম্যান ইন ব্লুরা।

ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে মুশতাক বলেন, ‘আমরা যদি রাজনৈতিক বিষয়কে বাদ দেই তাহলে ভারতের ক্রিকেটাররা দারুণ। তারা ভালো ক্রিকেট খেলছে। তারা যদি সত্যিই ভালো দল হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে ৩ ফরম্যাটে ১০টি করে ম্যাচ খেলুক। তাহলে বিষয়গুলো পরিষ্কার হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত