এশিয়া কাপ

সমীকরণের চিন্তা নয়, শুধু জয় নিয়ে ভাবছেন মুশতাক

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩২

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের স্পিন বোলিং মুশতাক আহমেদ। তিনি জানান, সুপার ফোরে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী তার দল। যেহেতু বিষয়টিতে নানান যদি-কিন্তুর তৈরি হয়েছে সে কারণে আপাতত সেই চিন্তা না করে আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে ভাবতে চান। তবে আফগানদের বিপক্ষে ম্যাচের আগে দলের জন্য চিন্তার কারণ মাঝের ওভারে রান করা নিয়ে খানিকটা চিন্তায় আছেন মুশতাক আহমেদ।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে জাকের আলী অনিক বলেছিলেন, এখনো বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে এমনটা বিশ্বাস রাখছেন তিনি। গতকাল সংবাদ সম্মেলনে একই সুরে কথা বলেন মুশতাকও। তিনি বলেন, ‘অবশ্যই। কোচ এবং ম্যানেজমেন্ট তাদের বলার চেষ্টা করছে এই বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এটা বিশ্বাস করতেই হবে, আমরা কোয়ালিফাই করতে পারি।’ যেহেতু এখানে সমীকরণের ব্যাপার তৈরি হচ্ছে, সে কারণে আপাতত আফগানিস্তানের বিপক্ষ জয়কেই লক্ষ্য করে রেখেছে বাংলাদেশ। তার কথায়, ‘যখন যদি-কিন্তু ভরসা রাখতে হয়, তখন ম্যাচে মনোযোগী হওয়াটা জরুরি। প্রথমে ম্যাচটা জিততে হবে।’

গ্রুপপর্বে নিজেদের ম্যাচের আগে চিন্তার কারণ হতে পারে প্রতিপক্ষের স্পিন বিভাগ। এ সময় রান করাটা কঠিন হবে জানিয়ে মুশতাক আহমেদ বলেন, ‘আমার মনে হয় তাদের স্পিন বিভাগ। তাদের স্পিন বিভাগ অনেক শক্তিশালী বিশেষ করে মাঝের ওভারে। আমরা যদি মাঝের ওভারে ভালো খেলতে পারি এবং ভালো স্কোর করতে পারি তাহলে আমরা চ্যালেঞ্জ দিতে পারব। কারণ, আমাদের বোলিং বিভাগ যথেষ্ট পরিমাণ ভালো। আমি মাঝের ওভার নিয়ে চিন্তিত।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত