সিলেট টেস্ট
স্পোর্টস রিপোর্টার
সফরকারী জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হারের পর বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘পুরো ম্যাচটা আমি একা হারায় দিছি।’
আজ চতুর্থ দিনের শুরুতে দ্বিতীয় বলেই আউট হয়ে যান আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত। মুজারাবানির শর্ট বলে অধিনায়ক উইকেট বিসর্জন দেওয়ার পর ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের কাছে হারের দায়ভার নিজের কাঁধেই নিলেন শান্ত।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন একজন অধিনায়ক হিসেবে, পুরো ম্যাচটা আমি একা হারায় দিছি। সত্যি কথা। কারণ, সকালের ওই আউটটাতে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। ওখানে যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে ২২০ রান হতো আর আমরা ভালো অবস্থানে থাকতাম। এই পুরো ম্যাচে সবার দিকে যায় না, পুরো দায়ভারটা আমি নিতে চাই। কারণ, খুব বাজে সময় আমি আউট হয়েছি।’
ব্যাটিংয়ের সময় রানের চিন্তায় থাকেন শান্ত। তবে যেভাবে আউট হয়েছেন, আরেকটু সময় নিয়ে ধৈর্য ধরে খেলতে পারতেন। এ কথা স্বীকার করে শান্ত বলেন, ‘যেটা আউট হয়েছে, আমার কাছে মনে হয়েছে আমি আরেকটু সময় নিতে পারতাম। দিনের দ্বিতীয় বল ছিল। আরেকটু সময় নিলে ভালো হতো। এই শটটা আমি খেলি। দলের যে পরিস্থিতি ছিল, তাতে আমি না খেললেও পারতাম।’
জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। তবে ৭ বছর পর ঘরের মাঠে আবার জিম্বাবুইয়ানদের কাছে হারের পর অতটা খারাপ লাগছে না অধিনায়ক শান্তর।
তিনি বলেন, ‘যে কোনো ম্যাচ হারলে খারাপ লাগে। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার মনে হয়, আমরা এর চেয়ে ভালো ক্রিকেট খেলার মতো দল। এজন্যই হতাশ। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে, জিনিসটা এরকম না। স্বাভাবিক ম্যাচ হারলে যে খারাপ লাগে, আজও এমনই লাগছে।'
তিনি আরো বলেন, ‘আমার আউটটাই পুরো খেলায় আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলায় আমরা হেরে গেছি।’
সফরকারী জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হারের পর বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘পুরো ম্যাচটা আমি একা হারায় দিছি।’
আজ চতুর্থ দিনের শুরুতে দ্বিতীয় বলেই আউট হয়ে যান আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত। মুজারাবানির শর্ট বলে অধিনায়ক উইকেট বিসর্জন দেওয়ার পর ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের কাছে হারের দায়ভার নিজের কাঁধেই নিলেন শান্ত।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন একজন অধিনায়ক হিসেবে, পুরো ম্যাচটা আমি একা হারায় দিছি। সত্যি কথা। কারণ, সকালের ওই আউটটাতে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। ওখানে যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে ২২০ রান হতো আর আমরা ভালো অবস্থানে থাকতাম। এই পুরো ম্যাচে সবার দিকে যায় না, পুরো দায়ভারটা আমি নিতে চাই। কারণ, খুব বাজে সময় আমি আউট হয়েছি।’
ব্যাটিংয়ের সময় রানের চিন্তায় থাকেন শান্ত। তবে যেভাবে আউট হয়েছেন, আরেকটু সময় নিয়ে ধৈর্য ধরে খেলতে পারতেন। এ কথা স্বীকার করে শান্ত বলেন, ‘যেটা আউট হয়েছে, আমার কাছে মনে হয়েছে আমি আরেকটু সময় নিতে পারতাম। দিনের দ্বিতীয় বল ছিল। আরেকটু সময় নিলে ভালো হতো। এই শটটা আমি খেলি। দলের যে পরিস্থিতি ছিল, তাতে আমি না খেললেও পারতাম।’
জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। তবে ৭ বছর পর ঘরের মাঠে আবার জিম্বাবুইয়ানদের কাছে হারের পর অতটা খারাপ লাগছে না অধিনায়ক শান্তর।
তিনি বলেন, ‘যে কোনো ম্যাচ হারলে খারাপ লাগে। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার মনে হয়, আমরা এর চেয়ে ভালো ক্রিকেট খেলার মতো দল। এজন্যই হতাশ। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে, জিনিসটা এরকম না। স্বাভাবিক ম্যাচ হারলে যে খারাপ লাগে, আজও এমনই লাগছে।'
তিনি আরো বলেন, ‘আমার আউটটাই পুরো খেলায় আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলায় আমরা হেরে গেছি।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে