সিলেট টেস্ট

পুরো ম্যাচটা আমি একা হারায় দিছি : শান্ত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ২৩: ৩৬

সফরকারী জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হারের পর বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘পুরো ম্যাচটা আমি একা হারায় দিছি।’

বিজ্ঞাপন

আজ চতুর্থ দিনের শুরুতে দ্বিতীয় বলেই আউট হয়ে যান আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত। মুজারাবানির শর্ট বলে অধিনায়ক উইকেট বিসর্জন দেওয়ার পর ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের কাছে হারের দায়ভার নিজের কাঁধেই নিলেন শান্ত।


ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন একজন অধিনায়ক হিসেবে, পুরো ম্যাচটা আমি একা হারায় দিছি। সত্যি কথা। কারণ, সকালের ওই আউটটাতে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। ওখানে যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে ২২০ রান হতো আর আমরা ভালো অবস্থানে থাকতাম। এই পুরো ম্যাচে সবার দিকে যায় না, পুরো দায়ভারটা আমি নিতে চাই। কারণ, খুব বাজে সময় আমি আউট হয়েছি।’

ব্যাটিংয়ের সময় রানের চিন্তায় থাকেন শান্ত। তবে যেভাবে আউট হয়েছেন, আরেকটু সময় নিয়ে ধৈর্য ধরে খেলতে পারতেন। এ কথা স্বীকার করে শান্ত বলেন, ‘যেটা আউট হয়েছে, আমার কাছে মনে হয়েছে আমি আরেকটু সময় নিতে পারতাম। দিনের দ্বিতীয় বল ছিল। আরেকটু সময় নিলে ভালো হতো। এই শটটা আমি খেলি। দলের যে পরিস্থিতি ছিল, তাতে আমি না খেললেও পারতাম।’


জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। তবে ৭ বছর পর ঘরের মাঠে আবার জিম্বাবুইয়ানদের কাছে হারের পর অতটা খারাপ লাগছে না অধিনায়ক শান্তর।

তিনি বলেন, ‘যে কোনো ম্যাচ হারলে খারাপ লাগে। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার মনে হয়, আমরা এর চেয়ে ভালো ক্রিকেট খেলার মতো দল। এজন্যই হতাশ। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে, জিনিসটা এরকম না। স্বাভাবিক ম্যাচ হারলে যে খারাপ লাগে, আজও এমনই লাগছে।'

তিনি আরো বলেন, ‘আমার আউটটাই পুরো খেলায় আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলায় আমরা হেরে গেছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত