স্পোর্টস ডেস্ক
অনেক দিন ধরেই লামিনে ইয়ামালকে নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা তো আর এমনি এমনি হচ্ছে না। মাঠের লড়াইয়ে যেভাবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন, তাতে স্বাভাবিকভাবেই লাইমলাইটে এসেছেন স্প্যানিশ এ তরুণ তুর্কি। ড্রিবলিং, বল দখল, পাসিং, আক্রমণ রচনা, গোল স্কোরিং- সব জায়গাতেই ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন ইয়ামাল। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে’র সঙ্গে লা লিগার শিরোপাও ইতোমধ্যে জিতে নিয়েছেন। করেছেন বেশ কয়েকটি রেকর্ড। রয়েছেন এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও। তাই তো লিওনেল মেসির সঙ্গে তার তুলনা হচ্ছে হরহামেশা। অনেকে তো আর্জেন্টাইন ফুটবল জাদুকরের ছায়া দেখতে পাচ্ছেন মধ্যে। ইয়ামালকে দেখছেন বার্সার ভবিষ্যৎ তারকা হিসেবে।
সবার প্রত্যাশামাফিক ধীরে ধীরে বার্সেলোনার প্রাণভোমরা হয়ে উঠছেন ইয়ামাল। বার্সায় মেসির বিকল্প ভাবা হচ্ছে এ ওয়ান্ডার কিডকে। আগামী মৌসুমে কাতালান জায়ান্টটির ‘নতুন মেসি’র গায়ে উঠতে যাচ্ছে সুপারস্টার মেসির আইকনিক ১০ নম্বর জার্সি। মেসির দেখানো পথে হেঁটে চললেও ফুটবল মহাতারকাকে ছুঁতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে ইয়ামাল। এ তো গেল মাঠের পারফরম্যান্সের দিক। পারিশ্রমিক প্রাপ্তিতেও মেসিকে ছুঁতে আরো অনেক পরিশ্রম আর অধ্যাবসায়ের দরকার।
বার্সেলোনার সঙ্গে ইয়ামালের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত। এ কারণে চুক্তি নবায়ন করার প্রক্রিয়া শুরু করেছে ব্লুগ্রানা কর্তৃপক্ষ। এমন খবরই দিয়েছে ‘এল চিরিনগুইতো’। স্প্যানিশ সংবাদমাধ্যমটি বলছে, নতুন চুক্তি কার্যকর হলে ইয়ামাল হবে বার্সার তৃতীয় সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার। বছরে বেতন পাবেন ৭০-৮০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ১১০ কোটি টাকা। এর চেয়ে বেশি বেতন পান এখন শুধু দুজন- রবার্ট লেভানডোভস্কি ও ফ্রেঙ্কি ডি ইয়ং।
মেসি বার্সার সঙ্গে সর্বশেষ চুক্তি করেছিল ২০২১ সালে। যার আর্থিক মূল্য ছিল ৫৫ কোটি ৫০ লাখ ইউরো। তখন এ মেগাস্টার বছরে বেতন পেতেন ১৩ কোটি ৮০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ১৯০০ কোটি টাকা। মেসি এখনো পর্যন্ত বার্সার ইতিহাসের রেকর্ড বেতন পাওয়া ফুটবলার। সন্দেহ নেই মাঠের পারফরম্যান্সের মতো আয়ের দিক থেকে মেসির পাশে বসতে এখনো অনেকটা দূর হাঁটতে হবে ইয়ামালকে।
অনেক দিন ধরেই লামিনে ইয়ামালকে নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা তো আর এমনি এমনি হচ্ছে না। মাঠের লড়াইয়ে যেভাবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন, তাতে স্বাভাবিকভাবেই লাইমলাইটে এসেছেন স্প্যানিশ এ তরুণ তুর্কি। ড্রিবলিং, বল দখল, পাসিং, আক্রমণ রচনা, গোল স্কোরিং- সব জায়গাতেই ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন ইয়ামাল। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে’র সঙ্গে লা লিগার শিরোপাও ইতোমধ্যে জিতে নিয়েছেন। করেছেন বেশ কয়েকটি রেকর্ড। রয়েছেন এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও। তাই তো লিওনেল মেসির সঙ্গে তার তুলনা হচ্ছে হরহামেশা। অনেকে তো আর্জেন্টাইন ফুটবল জাদুকরের ছায়া দেখতে পাচ্ছেন মধ্যে। ইয়ামালকে দেখছেন বার্সার ভবিষ্যৎ তারকা হিসেবে।
সবার প্রত্যাশামাফিক ধীরে ধীরে বার্সেলোনার প্রাণভোমরা হয়ে উঠছেন ইয়ামাল। বার্সায় মেসির বিকল্প ভাবা হচ্ছে এ ওয়ান্ডার কিডকে। আগামী মৌসুমে কাতালান জায়ান্টটির ‘নতুন মেসি’র গায়ে উঠতে যাচ্ছে সুপারস্টার মেসির আইকনিক ১০ নম্বর জার্সি। মেসির দেখানো পথে হেঁটে চললেও ফুটবল মহাতারকাকে ছুঁতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে ইয়ামাল। এ তো গেল মাঠের পারফরম্যান্সের দিক। পারিশ্রমিক প্রাপ্তিতেও মেসিকে ছুঁতে আরো অনেক পরিশ্রম আর অধ্যাবসায়ের দরকার।
বার্সেলোনার সঙ্গে ইয়ামালের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত। এ কারণে চুক্তি নবায়ন করার প্রক্রিয়া শুরু করেছে ব্লুগ্রানা কর্তৃপক্ষ। এমন খবরই দিয়েছে ‘এল চিরিনগুইতো’। স্প্যানিশ সংবাদমাধ্যমটি বলছে, নতুন চুক্তি কার্যকর হলে ইয়ামাল হবে বার্সার তৃতীয় সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার। বছরে বেতন পাবেন ৭০-৮০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ১১০ কোটি টাকা। এর চেয়ে বেশি বেতন পান এখন শুধু দুজন- রবার্ট লেভানডোভস্কি ও ফ্রেঙ্কি ডি ইয়ং।
মেসি বার্সার সঙ্গে সর্বশেষ চুক্তি করেছিল ২০২১ সালে। যার আর্থিক মূল্য ছিল ৫৫ কোটি ৫০ লাখ ইউরো। তখন এ মেগাস্টার বছরে বেতন পেতেন ১৩ কোটি ৮০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ১৯০০ কোটি টাকা। মেসি এখনো পর্যন্ত বার্সার ইতিহাসের রেকর্ড বেতন পাওয়া ফুটবলার। সন্দেহ নেই মাঠের পারফরম্যান্সের মতো আয়ের দিক থেকে মেসির পাশে বসতে এখনো অনেকটা দূর হাঁটতে হবে ইয়ামালকে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে