আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হেডের সেঞ্চুরির দিনে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

হেডের সেঞ্চুরির দিনে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

ট্র্যাভিস হেড যেদিন ব্যাট হাতে জ্বলে ওঠেন, সেদিনটি কেবলই তার হয়ে যায়। এমন দিনে ভাগ্যও তার হয়ে কথা বলে। আরেকবার সেটা দেখালেন অস্ট্রেলিয়ান ওপেনার। অ্যাডিলেডে হেডের রেকর্ড সেঞ্চুরির দিনে বড় সংগ্রহের পথে ছুটছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৮৬ রানে থামিয়ে ৮৫ রানের লিড নিয়েছে অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২৭১ রানে তৃতীয় দিন শেষ করেছে তারা। আর তাতেই ৩৫৬ রানে এগিয়ে দিন শেষে রান পাহাড়ের দিকে এগোচ্ছে স্বাগতিকরা। হেড ১৪২ ও আলেক্স ক্যারি ৫২ রানে অপরাজিত আছেন।

হেডের এটি একাদশ টেস্ট সেঞ্চুরি। তার ১৯৬ বলের ইনিংসে ছিল ২ ছক্কা ও ১৩ চার। এই সেঞ্চুরিতে অ্যাডিলেডে টানা চার টেস্টে সেঞ্চুরি পেলেন হেড। এক ভেন্যুতে টানা চার টেস্টে সেঞ্চুরি আছে ডন ব্র‍্যাডম্যান (মেলবোর্ন ও হেডিংলি), ওয়ালি হ্যামন্ড (সিডনি), মাইকেল ক্লার্ক (অ্যাডিলেইড) ও স্টিভেন স্মিথের (মেলবোর্ন)।

বিজ্ঞাপন

দিনের শুরুটা ভালোই ছিল ইংল্যান্ডের। ৮ উইকেটে ২১৩ রান নিয়ে খেলতে নেমে ভালো জুটি গড়েন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বেন স্টোকস ও জোফরা আর্চার। স্টোকস ফিফটি করে সামনে আগাচ্ছিলেন। তবে বেশিদূর যেতে পারেননি। ইংলিশ অধিনায়ককে বোল্ড করে ১০৬ রানের জুটি ভাঙেন মিচেল স্টার্ক। ৮টি চারে ১৯৮ বলে ৮৩ রান করেন স্টোকস। এরপর আর্চারও ফিরে যান ফিফটি করে। তাতেই শেষ হয় ইংলিশদের ইনিংস।

৮৫ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান জ্যাক ওয়েদেরল্ড। মার্নাস লাবুশেন বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও ফিরে যান। হেড নিজের মতো খেলে ৭২ বলে ফিফটি স্পর্শ করেন। খাজাকে গড়েন ৮৬ রানের জুটি। খাজা করেন ৪০। ক্যামেরন গ্রিন ফেরেন ৭ রানে। বাকি পথটা কাটিয়ে দেন হেড ও ক্যারি। দিনের শেষ ওভারে জ্যাকসকে চার মারা হেড এখন অপেক্ষায় ক্যারিয়ারে ষষ্ঠবার ১৫০ ছোঁয়ার। টেস্টে তার সর্বোচ্চ ইনিংসটি ১৭৫ রানের।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৭১ ও দ্বিতীয় ইনিংসে ৬৬ ওভারে : ২৭১/৪ (হেড ১৪২*, ক্যারি ৫২*, খাজা ৪০; টং ২/৫৯, কার্স ১/৪৮)

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৮৭.২ ওভারে : ২৮৬/১০ (স্টোকস ৮৩, আর্চার ৫১; বোল্যান্ড ৩/৪৫, কামিন্স ৩/৬৯)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন