আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ অ্যামেচার গলফ শরিফ ও সোনিয়া চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ অ্যামেচার গলফ শরিফ ও সোনিয়া চ্যাম্পিয়ন

৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মো. শরিফ হোসেন। নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সোনিয়া আক্তার। নারী দলগত ইভেন্টে সোনিয়া আক্তার ও রিংকি আক্তারের সমন্বয়ে গঠিত বাংলাদেশ নারী ‘এ’ দল চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল প্রতিযোগিতার শেষ রাউন্ডে পারের চেয়ে এক স্ট্রোক বেশি খেলে শিরোপা জয় নিশ্চিত করেন শরিফ। মোট পারের চেয়ে ১২ স্ট্রোক বেশি খেলে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। অবশ্য রানার্সআপ হওয়া আবু বকর সিদ্দিক রানাও পারের চেয়ে ১২ স্ট্রোক বেশি খেলেন। শরিফের সঙ্গে তার স্ট্রোক সংখ্যা সমান হওয়ায় ব্যাক কাউন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। দুজনেরই স্কোর ছিল ৩০০।

বিজ্ঞাপন

আরেক গলফার মুন্না মিয়া তৃতীয় হয়েছেন। অন্যদিকে নারী ‘এ’ দল পারের চেয়ে ২১ স্ট্রোক বেশি খেলে চ্যাম্পিয়ন হয়েছেন। তাদের স্কোর ছিল ৩৩৯। অন্যদিকে, ১৪ স্ট্রোক বেশি খেলে ১৬২ স্কোর নিয়ে নারী এককের শিরোপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া। রানারআপ হয়েছেন নাসিমা আক্তার। তিনি পারের চেয়ে ২৫ স্ট্রোক বেশি খেলেন। তার স্কোর ১৬৯।

আজঅ্যামেচার গলফ প্রতিযোগিতার সমাপনী দিন ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর

খুঁজুন