আইপিএল

তিন ম্যাচ খেলার অনুমতি পেলেন মোস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১৬: ২৬
আপডেট : ১৬ মে ২০২৫, ১৬: ৩৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে তিন ম্যাচের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিবৃতিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে।

ওই বিৃবতিতে বিসিবি জানিয়েছে, ‘ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত অনুসারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৮ থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত ভারতে চলমান আইপিএল ২০২৫-এ অংশগ্রহণের জন্য জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। তার আগে ১৭ মে ২০২৫ তারিখে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে থাকবেন মোস্তাফিজ।’

বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল (১৭ মে) থেকে ফের মাঠে গড়াবে আইপিএল। যেখানে লিগ পর্বে আরও তিন ম্যাচ বাকি আছে দিল্লির। ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে তারা। ২১ ও ২৪ মে লিগ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে দিল্লি।

১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লির অবস্থান টেবিলের পাঁচে। প্লে অফের দৌঁড়ে টিকে আছে তারা। এমতাবস্থায় মোস্তাফিজকে লিগ ম্যাচের বাকি তিন ম্যাচেই পাচ্ছে দিল্লি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের বদলি হিসেবে সম্প্রতি ছয় কোটি রুপিতে কাটার মাস্টারের সঙ্গে চুক্তি করেছে ফ্রাঞ্চাইজিটি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত