আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৩২ বছর পর নতুন বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

২৩২ বছর পর নতুন বিশ্বরেকর্ড

ক্রিকেটে বিশ্বরেকর্ড নতুন কিছু নয়। হরহামেশাই মাঠে হয়ে থাকে বিশ্বরেকর্ড। কিছুদিনের মধ্যে বিশ্বরেকর্ড ভাঙাও অবিশ্বাস্য কিছু নয়। কিন্তু পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ যা হয়েছে- সেটা একরকম অবিশ্বাস্যই। রাঁচি জাতীয় স্টেডিয়ামে ২৩২ বছর পর ভাঙল পুরোনো বিশ্বকের্ড। চার দিনের ম্যাচে জয়ের জন্য তৃতীয় দিনে ৪০ রানের লক্ষ্য পেয়েছিল সুই নর্দান গ্যাস পাইপলাইনস (এসএনজিপিএল)।

বিজ্ঞাপন

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি! পাকিস্তান টিভির (পিটিভি) বিপক্ষে ১৯.৪ ওভারেই তারা গুটিয়ে যায় মাত্র ৩৭ রানে! ২ রানে জিতে প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখেছে পিটিভি। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রানের লক্ষ্য ছুঁড়েও জয় পাওয়ার বিশ্বরেকর্ড গড়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ক্রিকেট টিমটি।

আগের বিশ্বরেকর্ডটি হয়েছিল ১৭৯৪ সালে, লর্ডসে। প্রথম শ্রেণির ম্যাচে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) মুখোমুখি হয়েছিল ওল্ডফিল্ড। এমসিসির সামনে জয়ের জন্য ৪১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েও ৬ রানে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল ওল্ডফিল্ড। ম্যাচে এমসিসি গুটিয়ে গিয়েছিল ৩৪ রানে। ২৩২ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে জয় ছিনিয়ে নেওয়ার বিশ্বরেকর্ড ছিল এটিই। বিশ্বরেকর্ডের তালিকায় ওল্ডফিল্ডকে দুইয়ে নামিয়ে গতকাল নয়া বিশ্বরেকর্ড গড়েছে পিটিভি।

দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান তুলেছিল পিটিভি। তখন তারা এগিয়ে ছিল ২৭ রানে। তৃতীয় দিনে এসে তাদের দলীয় স্কোরে যোগ হয় মাত্র ১২ রান। তার মানে ১১১ রানে গুটিয়ে যায় পিটিভি। এতে জয়ের জন্য ৪০ রানের দরকার ছিল এসএনজিপিএলের। পিটিভি প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ১৬৬। এসএনজিপিএল প্রথম ইনিংসে করেছিল ২৩৮ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন