ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেল স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ৪ কিশোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী ও রেলকর্তৃপক্ষ। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তপক্ষ বলছেন, চিলাহাটি থেকে খুলনাগামি রুপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের কাছাকাছি পৌঁছালে বাইরে থেকে পাথর ছোড়া হলে ট্রেনের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি ট্রেনের দায়িত্তে থাকা কর্মীরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ট্রেন থামিয়ে অভিযুক্ত ৪ কিশোরকে ধরে ফেলে তারা।
আটককৃতরা হলো শাকিব হোসেন, ফয়সাল আহম্মেদ, নিকুঞ্জ, তানভির হাসান, তাদের সবার বাড়ি কালীগঞ্জ শহরে।
মোবারকগঞ্জ রেলষ্টেশনের ষ্টেশন মাস্টার শাহজাহান শেখ বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে ৪ কিশোরকে খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে ধরে নিয়ে গেছে ট্রেনে থাকা নিরাপত্তা জিআরপি পুলিশ। এ ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আটককৃত কিশোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

