আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পারিবারিক আবহ গড়ে তুলে সফল বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক

পারিবারিক আবহ গড়ে তুলে সফল বার্সা কোচ

মৌসুমের একমাত্র হতাশা উয়েফা চ্যাম্পিয়নস লিগে। ইন্টার মিলানের কাছে হেরে ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ চার থেকে বিদায় নেয় বার্সেলোনা। এই একটা প্রতিযোগিতা বাদ দিলে এবারের মৌসুমটাতে বেশ সফল কাতালানরা। এই সাফল্যের রূপকার হান্সি ফ্লিক। অসাধারণ কোচিংয়ে বার্সাতে নিজের প্রথম মৌসুমেই করেছেন বাজিমাত। এই জার্মান মাস্টারমাইন্ড জানালেন, দলের মধ্যে পারিবারিক আবহ গড়ে তুলে সফল হয়েছেন তিনি।

গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সম্প্রতি জেতে কোপা দেল রের শিরোপা। সবশেষ লিগ শিরোপা জিতল বার্সা। স্পেনের শীর্ষ লিগেও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল রিয়াল।

বিজ্ঞাপন

সফলতার পেছনের গল্প শোনাতে গিয়ে ফ্লিক বলেন, ‘আমি সব সময় দলের ভেতর পারিবারিক আবহ গড়ে তোলার দিকে জোর দিয়েছি। ছেলেদের মধ্যে জেতার তাড়না এবং মানসিকতার উন্নতি নিয়ে আমাকে অনেক কাজ করতে হয়েছে। এখন সেই দারুণ দলটিকে দেখতে ভালো লাগছে। দলে একে অন্যের পাশে দাঁড়ায়। এটা দারুণ ব্যাপার। যা আমাকে অনেক আনন্দ দেয়।’

ফ্লিক আরও বলেন, ‘মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা অসাধারণ ফুটবল খেলেছি। এই সময়ে আমরা একটা ম্যাচও হারিনি। যা সত্যিই দুর্দান্ত। সবাই নিজেদের সেরাটা দিয়েছে। আমরা একটি দল হিসেবে খেলেছি। আমি এমন কিছুই চেয়েছিলাম। নিজের সেরাটা বের করে আনতে পেরেছি। এখন ভক্তরা প্রিয় ক্লাবের জন্য গর্ববোধ করতে পারে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন