২০০ মিটার স্প্রিন্টে তারেক-শরীফার স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০২: ৫৩

১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের শেষ দিনেও হতাশ হতে হয়েছে শিরিন আক্তারকে। ১০০ মিটার স্প্রিন্টের মতো ২০০ মিটারেও নিজের শ্রেষ্ঠত্ব খুইয়েছেন শিরিন। ইমরানুর রহমান দ্রুততম মানব হলেও ২০০ মিটারের দৌড়ই শেষ করতে পারেননি। সেনাবাহিনীর শারীফা খাতুন ২৫.২৪ সেকেন্ড টাইমিংয়ে প্রথম আর শিরিন ২৫.২৭ সেকেন্ডে হয়েছেন দ্বিতীয়।

বিজ্ঞাপন

৫০ মিটার দৌড়ানোর পর ট্র্যাক থেকে ছিটকে যান ইংল্যান্ড প্রবাসী দ্রুততম মানব ইমরানুর রহমান। ২২.০৪ সেকেন্ড টাইমিং নিয়ে ২০০ মিটারে স্বর্ণ জেতেন সেনাবাহিনীর তারেক রহমান। সব মিলিয়ে প্রতিযোগিতার সেরা অ্যাথলেট হয়েছেন মোশাররফ হোসেন ও রিংকি বিশ্বাস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত