স্পোর্টস রিপোর্টার
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দেখায় জিম্বাবুয়েকে ৯১ রানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। দ্বিতীয় দেখাতেও আফ্রিকান দেশটিকে হারাল আজিজুল হাকিম তামিমের দল- ৮ উইকেটের বড় ব্যবধানে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিন বোলাররাই বাংলাদেশের জয়ের ভীড় গড়ে দেয়। এর নেতৃত্বে ছিলেন ইকবাল হোসেন ইমন। এই পেসারের সঙ্গে বল হাতে জ্বলে উঠেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম। এই ত্রয়ীর বোলিং তোপে পড়ে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
দলীয় ৮ রানে কুপাকাশেকে মুরাদজিকে হারালেও প্রতিরোধ গড়ার চেষ্টা করেন হাবাঙ্গানা ও চিওয়ালা। দলীয় ৩৩ রানে এই জুটি ভাঙলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অলআউট হয় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ২৬ রান আসে হাবাঙ্গানার ব্যাট থেকে। ২০ রান করেন ব্রেন্ডন নিউনি। এছাড়া তাতেন্দা চিমোগোরো ১৬ ও সিম্বারাসে মুজাঙ্গেরে করেন ১১ রান।
জিম্বাবুয়েকে একশোর আগে গুটিয়ে দিতে ২৭ রানে ৪ উইকেট নেন ইমন। সানজিদ ও স্বাধীনের শিকার দুটি করে উইকেট।
জবাবে দলীয় ৫ রানে রিফাত বেগকে হারায় বাংলাদেশ। ডাক মারেন এই ওপেনার। ৩৯ রানে কালাম সিদ্দিকিও ফিরে যান। তার আগে ২০ রান করেন এই টপঅর্ডার। এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তামিম ৪৭ ও রিজন ২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দল: ৮৯/১০- ২২.৩ ওভার (হাবাঙ্গানা ২৬, নিউনি ২০; ইমন ৪/২৭)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ৯১/২- ১৫.১ ওভার (তামিম ৪৭*, রিজন ২১*; শেলটন ২/২৯)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৮ উইকেটে জয়ী
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দেখায় জিম্বাবুয়েকে ৯১ রানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। দ্বিতীয় দেখাতেও আফ্রিকান দেশটিকে হারাল আজিজুল হাকিম তামিমের দল- ৮ উইকেটের বড় ব্যবধানে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিন বোলাররাই বাংলাদেশের জয়ের ভীড় গড়ে দেয়। এর নেতৃত্বে ছিলেন ইকবাল হোসেন ইমন। এই পেসারের সঙ্গে বল হাতে জ্বলে উঠেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম। এই ত্রয়ীর বোলিং তোপে পড়ে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
দলীয় ৮ রানে কুপাকাশেকে মুরাদজিকে হারালেও প্রতিরোধ গড়ার চেষ্টা করেন হাবাঙ্গানা ও চিওয়ালা। দলীয় ৩৩ রানে এই জুটি ভাঙলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অলআউট হয় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ২৬ রান আসে হাবাঙ্গানার ব্যাট থেকে। ২০ রান করেন ব্রেন্ডন নিউনি। এছাড়া তাতেন্দা চিমোগোরো ১৬ ও সিম্বারাসে মুজাঙ্গেরে করেন ১১ রান।
জিম্বাবুয়েকে একশোর আগে গুটিয়ে দিতে ২৭ রানে ৪ উইকেট নেন ইমন। সানজিদ ও স্বাধীনের শিকার দুটি করে উইকেট।
জবাবে দলীয় ৫ রানে রিফাত বেগকে হারায় বাংলাদেশ। ডাক মারেন এই ওপেনার। ৩৯ রানে কালাম সিদ্দিকিও ফিরে যান। তার আগে ২০ রান করেন এই টপঅর্ডার। এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তামিম ৪৭ ও রিজন ২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দল: ৮৯/১০- ২২.৩ ওভার (হাবাঙ্গানা ২৬, নিউনি ২০; ইমন ৪/২৭)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ৯১/২- ১৫.১ ওভার (তামিম ৪৭*, রিজন ২১*; শেলটন ২/২৯)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৮ উইকেটে জয়ী
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে