আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক

ভারতের উড়ন্ত সূচনা

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিততে করতে হবে ২৫২ রান, এমন সমীকরণে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত। ১৪ ওভার শেষে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৮৬ রান তোলেছে ম্যান ইন ব্লুরা। এই রিপোর্ট লেখার সময় রোহিত শর্মা ৫৯ ও শুবমান গিল ২২ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। দলীয় ১০৮ রানে চার উইকেট হারানো কিউইরা লড়াকু পুঁজি দাঁড় করাতে পেরেছে ড্যারেল মিচেল, মাইকেল ব্রেস্রওয়েল, গ্লেন ফিলিপসের সুবাদে।

বিজ্ঞাপন

৪০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ব্রেসওয়েল। ৬৩ রান এনে দেন মিচেল। ফিলিপসের অবদান ৩৪ রান। এছাড়া ইনিংস ওপেন করতে নামা রবীন্দ্রর ব্যাট থেকে আসে ৩৭ রান। ভারতের হয়ে ভরুণ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...