পাকিস্তানকে হারিয়ে অপেক্ষা ফুরাল ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১১: ০০
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১: ২৬

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর মাধ্যমে দীর্ঘ ৬ বছর পর একদিনের ক্রিকেটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের দেখা পেল ক্যারিবিয়ানরা। এর আগে সবশেষ ২০১৯ সালে এই সংস্করণে পাকিস্তানকে হারিয়েছিল তারা।

এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা আনলো ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেটে হারায় পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে মঙ্গলবার (১২ আগস্ট) মুখোমুখি হবে দুই দল।

বিজ্ঞাপন

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃষ্টির কারণে পুরো ৫০ ওভার খেলা হয়নি। পুনঃনির্ধারিত ৩৭ ওভারে ১৭১ রান তোলে পাকিস্তান। সফরকারীদের ইনিংসে ৩০ বলে সর্বোচ্চ ৩৬ রান এনে দেন হাসান নাওয়াজ। ৩১ রান করেন হুসাইন তালাত। এছাড়া আব্দুল্লাহ শফিক ২৬ ও সাইম আইয়ুবের ব্যাট থেকে আসে ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল জেডন সিলস। ২৩ রানে ৩ উইকেট নেন এই পেসার।

বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৫ ওভারে ১৮১ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। জবাব দিতে নেমে দলীয় ৪৮ রানে ব্রেন্ডন কিং, এভিন লুইস ও কেসি কার্টিকে হারায় স্বাগতিকরা। শুরুর সে ধাক্কা সামলে শাই হোপ, শেরফানে রাদারফোর্ড, রস্টন চেজদের ব্যাটে ১০ বল হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন চেজ। তার সঙ্গে ২৬ রানে অপরাজিত থাকেন জাস্টিন গ্রিভস। রাদারফোর্ডের অবদান ৪৫ রান। এছাড়া ৩২ রান এনে দেন হোপ। পাকিস্তানের হয়ে হাসান আলী ও মোহাম্মদ নাওয়াজ দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৭১/৭- ৩৭ ওভার (নাওয়াজ ৩৬*, তালাত ৩১, শফিক ২৬, সাইম ২৩; সিলস ৩/২৩)

ওয়েস্ট ইন্ডিজ: ১৮৪/৫- ৩৩.২ (৩৫) (চেজ ৪৯*, গ্রিভস ২৬*, রাদারফোর্ড ৪৫, হোপ ৩২; নাওয়াজ ২/১৭)

ফল; ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: রস্টন চেজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত