এশিয়া কাপ হকি

খেলছে না পাকিস্তান, সুযোগ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০১: ০০

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপ হকিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক বৈরী ভাবের প্রভাব পড়েছে আসন্ন হকি টুর্নামেন্টেও। পাকিস্তান এশিয়া কাপ না খেলায় তাদের জায়গায় বাংলাদেশ খেলার সুযোগ পাচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

বিজ্ঞাপন

গতকাল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান আমার দেশকে জানান, এশিয়া কাপে খেলার জন্য এশিয়ান হকি ফেডারেশনকে (এএইচএফ) মেসেজ পাঠিয়েছেন। কিন্তু কোনো সাড়া পাননি। শনিবারের (কাল) মধ্যে এশিয়া কাপে খেলার বিষয়ে নিশ্চয়তা পাওয়ার আশায় হকি ফেডারেশন। রিয়াজুল হাসান বলেন, ‘যত দ্রুত কনফারমেশন পাব, ততই আমাদের জন্য ভালো। কারণ, এখানে প্রস্তুতির ব্যাপার আছে। পাকিস্তান খেলবে না-সেটি অনেক দিন ধরেই শুনছি। তবে আমরা এখন পর্যন্ত কোনো কনফারমেশন পাইনি।’

ভারতের গণমাধ্যমের খবর, ভারতীয় হকির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এশিয়া কাপে খেলছে না পাকিস্তান। ‘দ্য হিন্দু’কে ওই কর্মকর্তা জানান, ‘আসলে পাকিস্তান হকি ফেডারেশন বুধবার একটি চিঠিতে জানিয়েছে তারা নিরাপত্তাজনিত কারণে এশিয়া কাপে অংশ নিতে পারছে না। আমরা এখন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।’

এর আগে পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি তারিক বুগতি ভারতের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে আন্তর্জাতিক হকি ফেডারেশনকে জানিয়েছিলেন। ৮ দল নিয়ে হবে এশিয়া কাপ। চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া সরাসরি খেলছে। এএইচএফ কাপ থেকে কোয়ালিফাই করেছিল চ্যাম্পিয়ন ওমান ও রানার্সআপ চাইনিজ তাইপে। তৃতীয় হয়েছিল বাংলাদেশ। তাই এশিয়া কাপে বাংলাদেশের খেলার সুযোগ থাকছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত