অভিষিক্ত নাওয়াজের ব্যাটে জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১০: ৩৩
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১০: ৫৯

টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজের শুরুটাও দারুণ হলো পাকিস্তানের। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এই ম্যাচ দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয় হাসান নাওয়াজের। অভিষেক ম্যাচেই পাকিস্তানের জয়ের নায়ক বনে গেলেন এই তরুণ ব্যাটার।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৯ ওভারে ২৮০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নাওয়াজের অপরাজিত ফিফটিতে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

বিজ্ঞাপন

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে নাওয়াজ ছাড়াও ফিফটি করেন মোহাম্মদ রিজওয়ান। ৩৮তম ওভারে ৫৩ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। ১৮০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। জয়ের জন্য তখন শেষ ৭৬ বলে ১০১ রান দরকার সফরকারীদের।

হুসেন তালাতকে নিয়ে দারুণ ব্যাটিংয়ে এই সমীকরণ মেলান অভিষিক্ত নাওয়াজ। ষষ্ঠ উইকেটে নিরবচ্ছিন্ন ১০৪ রানের জুটি গড়েন এই দুজন। ৫৪ বলে ৫ চার ও ৩ ছয়ের সাহায্যে ৬৩ রানের ইনিংস খেলেন নাওয়াজ। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার অপরপ্রান্তে ৪১ রানে অপরাজিত থাকেন তালাত।

পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে নামা ৭ ব্যাটারের মধ্যে ছয়জনই দলের জয়ে কমবেশি অবদান রেখেছেন। তৃতীয় সর্বোচ্চ ৪৭ রান এনে দেন বাবর আজম। আব্দুল্লাহ শফিকের অবদান ২৯ রান। এছাড়া ২৩ রান করেন সালমান আলী আগা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৫ রানে ২ উইকেট নেন শামার জোসেফ।

এর আগে ৩ ফিফটিতে এই পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। ৬২ বলে ৬০ রান করেন এভিন লুইস। শাই হোপের ব্যাট থেকে আসে ৫৫ রান। ৫৩ রান করেন রস্টন চেজ। ৩১ রান এনে দেন গুদাকেশ মোটি। ৪ উইকেট নিয়ে এদিন পাকিস্তানের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি। ৫১ রান খরচ করেন এই পেসার। ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন নাসিম শাহ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২৮০/১০- ৪৯ ওভার (লুইস ৬০, হোপ ৫৫, চেজ ৫৩; শাহিন ৪/৫১, নাসিম ৩/৫৫)

পাকিস্তান: ২৮৪/৫- ৪৮.৫ ওভার (নাওয়াজ ৬৩*, তালাত ৪১*, রিজওয়ান ৫৩; জোসেফ ২/৬৫)

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: হাসান নাওয়াজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত