সৌরভ গাঙ্গুলির বিশ্লেষণ

স্পিন আক্রমণের কারণে এগিয়ে ভারত

সৌরভ গাঙ্গুলি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭: ৩০
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫৬

ভারত শুধু পাকিস্তানের বিপক্ষে নয়, আমি মনে করি তারা এ টুর্নামেন্টের ফেবারিট। পাকিস্তানের জন্য ভারতের বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ হবে না। ম্যাচটিতে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মনে করি ভারত স্পিন বোলিংয়ে ভালো করবে। দুবাইয়ের উইকেটে ভারতের একাদশে বেশ স্পিনারদের দরকার হবে। এই পিচে বল ঘুরবে আর পাকিস্তানি ব্যাটাররা এখানে খুব ভালো স্পিন খেলে না। ভারতের বেশ কয়েকজন মানসম্পন্ন স্পিনার আছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরেছে ফলে দলটি এগিয়ে আছে। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারলে টুর্নামেন্ট থেকে খুব সম্ভবত পাকিস্তান বাদ পড়বে। তাই আমি এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছি। বিরাট কোহলির ভালো একটি গুণ আছে। সে সময়মতো রানে ফিরতে পারে। আমি নিশ্চিত পাকিস্তানের বিপক্ষে রানে ফিরবে। আন্তর্জাতিক ক্রিকেটে তার ৮১ সেঞ্চুরি আছে। আমি নিশ্চিত সে লেগ স্পিনের বিপক্ষেও রান করেছে। এখন তাকে শুধু রানে ফেরার উপায় খুঁজে বের করতে হবে। দুবাইয়ের পিচে ব্যাটিং সহজ হবে না। স্পিনাররা সুবিধা পাবে।

তাই আর্শ্বদীপের খেলার সম্ভাবনা দেখছি না। ভারতের একাদশে তিনজন স্পিনার থাকার সম্ভাবনাই বেশি। তৃতীয় পেসার হিসেবে থাকবে হার্দিক পান্ডিয়া। ভারত প্রথম ম্যাচে জিতেছে। তাই এই একাদশে পরিবর্তনের প্রয়োজন নেই। গিল ভালো ব্যাটিং করছে। সে সঙ্গে ভারতীয় দলের এক থেকে পাঁচ-ছয় পর্যন্ত সবাই ভালো ব্যাটিং করতে পারে। সবারই সেঞ্চুরি করার সামর্থ্য আছে। যে কেউ দলকে ম্যাচ জেতাতে পারে। অক্ষর প্যাটেল পাঁচ নম্বরে ব্যাট করতে নামে। তারপর লোকেশ রাহুল। এরপর আছে হার্দিক ও রবীন্দ্র জাদেজা।

সব মিলিয়ে দলটির ব্যাটিং গভীরতা অনেক বেশি। মোহাম্মদ শামি বল হাতে দারুণ ছন্দে আছে। চোট থেকে ফেরার পর খেলতে নেমেই ফাইফার পেল। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত জসপ্রিত বুমরাহকে পাচ্ছে না। সে থাকলে ভারতের পেস আক্রমণ আরো শক্তিশালী হতো। হার্শিত রানাও ভালো বল করছে। এরপরও শামিকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

সৌরভ গাঙ্গুলি: ভারতের সাবেক ক্রিকেটার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত