দাবি পন্টিংয়ের

ক্যালিসই সর্বকালের সেরা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ০৯

সর্বকালের সেরা ক্রিকেটার- এই বিতর্কে বরাবরই উঠে আসে শচিন টেন্ডুলকার, স্যার ডন ব্র্যাডম্যান, ভিভ রিচার্ডস, স্যার গ্যারি সোবার্সদের নাম। যদিও এদের সবাইকে বাদ রেখে জ্যাক ক্যালিসকে সর্বকালের সেরা ক্রিকেটার বলে মনে করছেন রিকি পন্টিং।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৬ টেস্ট, ৩২৮ ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন ক্যালিস। ৩ সংস্করণ মিলিয়ে তার সংগ্রহ ২৫ হাজার ৫৩৪ রান। ৬২ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ১৪৯টি ফিফটি। এছাড়া বল হাতে নেন ৫৭৭ উইকেট। ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করায় তাকে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে মনে করা হয়। এবার তাকে সবার ঊর্ধ্বে রাখলেন পন্টিং।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘আমার দেখা এখন পর্যন্ত সেরা ক্রিকেটার জ্যাক ক্যালিস। বিষয়টি নিয়ে অন্যরা কি বলবে না বলবে সেটা আমি তোয়াক্কা করি না। আমার কাছে ক্যালিসই শেষ কথা। ওর ক্যারিয়ারের দিকে তাকিয়ে দেখুন। এক কথায় অসাধারণ। আপনি টেস্টে ৩০০ উইকেট নিতে পারেন কিংবা ৪৫টি সেঞ্চুরি করতে পারেন। কিন্তু এই কাজদুটি একসঙ্গে করতে পারাটা দারুণ ব্যাপার। ক্যালিস দুটিই একসঙ্গে করেছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত