আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাকিবকে পেয়ে রোমাঞ্চিত আটলান্টা

স্পোর্টস ডেস্ক

সাকিবকে পেয়ে রোমাঞ্চিত আটলান্টা

সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগের দল আটলান্টা ফায়ার। বাংলাদেশের সাবেক অধিনায়ককে পেয়ে রোমাঞ্চিত ফ্রাঞ্চাইজিটি।

মাইনর ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফট আগেই অনুষ্ঠিত হয়েছে। তাই ওয়াইল্ড কার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে নিজেদের করে নিয়েছে আটলান্টা।

বিজ্ঞাপন

উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় আটলান্টা লিখেছে, ‘আমরা অত্যন্ত রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি যে, বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন। তাকে ওয়াইল্ড কার্ড হিসেবে নেওয়া হয়েছে। সাকিব ব্যাট-বল দুই বিভাগেই খেলার পরিস্থিতি বদলে দিতে পারেন। তার উপস্থিতি ফায়ারের লাইনআপকে আরো শক্তিশালী করবে। আটলান্টায় সাকিবের জাদু দেখার জন্য প্রস্তুত হোন।’

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। তাই বলে ক্রিকেটের বাইরে নেই তিনি। বিশ্বের বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। বর্তমানে ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) ব্যস্ত সময় কাটছে সাকিবের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...