জয় হাতছাড়া

সতীর্থদের ওপর চটেছেন ফার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৫: ১১
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৫: ৫১

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে এভারটনের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও জয়ের হাসি হাসতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের ২-২ গোলের ড্রয়ে রুখে দিয়েছে দ্য ব্ল্যাক ওয়াচরা। এই ড্রয়ের পর সতীর্থদের ওপর বেজায় চটেছেন ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।

যুক্তরাষ্ট্র সফরে প্রথম দুই ম্যাচে ওয়েস্ট হ্যাম ও বোর্নমাউথকে হারায় ইউনাইটেড। এভারটনের বিপক্ষেও জয়ের দারুণ সম্ভাবনা ছিল জায়ান্টদের। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ১৯তম মিনিটে স্পট কিক থেকে ইউনাইটেডকে এগিয়ে নেন ফার্নান্দেজ।

বিজ্ঞাপন

৪০ মিনিটে ইলিমান এনদিয়ের গোলে ম্যাচে ফেরে এভারটন। ৬৯ মিনিটে ম্যাসন মাউন্ট গোল করলে আরো একবার লিড নেয় ইউনাইটেড। যদিও সে স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ৬ মিনিট পর আইদেন হিভেনের আত্মঘাতী গোলে ফের সমতা টানে এভারটন। এরপর আর গোলমুখ খুলতে পারেনি রুবেন আমোরিমের শিষ্যরা। ম্যাচ শেষে তাই সতীর্থদের পারফরম্যান্সের সমালোচনা করেছেন ফার্নান্দেজ।

ফার্নান্দেজ বলেন, ‘ম্যাচটি এভাবে শেষ করতে চাইনি। আমরা নিজেদের সেরা ফুটবল খেলতে পারিনি। এভারটনের বিপক্ষে ফুটবলাররা আলসেমি করেছে। এটা থেকে আমাদের বের হতে হবে। নাহলে এমন অলসতার কারণে আমাদের চরম মূল্য দিতে হবে।’

পর্তুগিজ তারকা আরো বলেন, ‘আমাদের খেলার মান উন্নত হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। তবে আমাদের যেমন পারফর্ম করা উচিত সেটা করতে পারছি না। আমি নির্দিষ্ট কারো পারফরম্যান্স নিয়ে কথা বলতে চাই না। আর্থিক অবস্থা বিবেচনায় ক্লাব সেরা চেষ্টাটাই করছে। নতুন খেলোয়াড়দের সম্পৃক্ত করতে হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত