বিপিএলের মাঝপথে দল পেলেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১২: ৫৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাননি মোসাদ্দেক হোসেন সৈকত। অবশেষে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির মাঝপথে খুশির খবর পেলেন। তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

আসিফ হাসান ইনজুরিতে পড়ায় মোসাদ্দেককে দলে নিয়েছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে রাজধানী পাড়ার দলটি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে এই অলরাউন্ডারের একটি ছবি পোস্ট করেছে ঢাকা। ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশ দলের ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এখন ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়। আমাদের ঢেরায় তোমাকে স্বাগতম মোসাদ্দেক।’

বিজ্ঞাপন

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচে মাঠে নেমেছে ঢাকা। এর একটিতেও জয়ের দেখা পায়নি থিসারা পেরেরা অ্যান্ড কোং। এমতাবস্থায় খুব স্বাভাবিকভাবেই বেশ চাপে আছে তারা। সেরা চারে যেতে হলে তাই গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে ভালো কিছু করে দেখাতে হবে ঢাকাকে। সে চ্যালেঞ্জিং যাত্রায় দলটির অংশ হলেন মোসাদ্দেক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত