দাপুটে জয়ে শুরু আফগানদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ২২
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ২৩

দাপুটে জয়ে এবারের এশিয়া কাপে নিজেদের শুরুটা রাঙিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে হংকংকে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জয় পেয়েছে ৯৪ রানের বিশাল ব্যবধানে।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। তবে সেদিকুল্লাহ আতালের (৭৩*) ব্যাটিং দৃঢ়তায় বিপদ কাটিয়ে উঠে আফগানরা। তার সঙ্গে দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন আজমাতুল্লাহ ওমরজাই (৫৩)। দুজনের ফিফটির সঙ্গে ৩৩ রান আসে মোহাম্মদ নবীর ব্যাট থেকে। তাতে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের বিশাল পুঁজি গড়ে রশিদ খানের দল।

হিমালয়সম লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় হংকং। কোনো ব্যাটসম্যান সেভাবে জ্বলে উঠতে না পারায় ৯ উইকেটের বিনিময়ে ৯৪ রানেই থেমে যায় তাদের ব্যাটিং অভিযাত্রা। হংকংয়ের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের ভিড়ে ব্যাট হাতে লড়াই করেছেন কেবল বাবর হায়াত। তবে তিনিও ৩৯ রানের বেশি তুলতে পারেননি। দুই অঙ্কের দেখা পেয়েছেন আর মাত্র কেবল একজন। অধিনায়ক ইয়াসিম মুর্তাজার ব্যাট ছুঁয়ে আসে মাত্র ১৬ রান। বাকি ব্যাটসম্যানদের সবাই থেমে গেছেন সিঙ্গেল ডিজিটে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ১৮৮/৬, ২০ ওভার (আতাল ৭৩*, আজমাতুল্লাহ ৫৩, নবী ৩৩; কিঞ্চিত ২/২৪ ও আয়ুশ ২/৫৪)।

হংকং: ৯৪/৯, ২০ ওভার (বাবর ৩৯, ইয়াসিম ১৬; ফজলহক ২/১৬ ও নাইব ২/৮)।

ফল: আফগানিস্তান ৯৪ রানে জয়ী।

ম্যাচসেরা: আজমাতুল্লাহ ওমরজাই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত