
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগামী আসরে খেলতে চান লিওনেল মেসি। এ ফুটবল জাদুকর মনে-প্রাণেই চান আর্জেন্টিনার বিশ্ব শিরোপার ধরে রাখার মিশনে অংশীদার হতে। তবে বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে নিজের ফিটনেসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন সব সময়। সে যাই হোক, ২০২৬ বিশ্বকাপে মেসি প্রিয় জন্মভূমির প্রতিনিধিত্ব করতে চান। নিজের মনের সেই সুপ্ত ইচ্ছাটা এ আর্জেন্টাইন মেগাস্টার আবারও জানালেন। তবে একটু চমকপ্রদ উপায়ে। আর্জেন্টিনার বিশ্বকাপের নতুন জার্সির বিজ্ঞাপনের মাধ্যমে- একটু ভিন্ন আমেজে।
নতুন জার্সির বিজ্ঞাপনে দেখা যায়, দলের কয়েকজন সতীর্থের সঙ্গে তাস খেলছেন মেসি। টেবিলে তাদের তাস খেলায় সংগীতশিল্পী বিজারর্যাপ আর অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গী ছিলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। তাসে ‘চার’ উঠতেই উচ্ছ্বসিত মেসি বলে ফেলেন, ‘আমি তো এটাই চাই’। এই ছোট্ট বার্তাকে মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছার আভাস হিসেবেই দেখছেন ফুটবলপ্রেমীরা। সবার ধারণা, নীল-সাদা জার্সিতে দেশবাসীকে চতুর্থ বিশ্বকাপ উপহার দেওয়ার স্বপ্ন পূরণের ইচ্ছার আভাসই দিয়েছেন ষষ্ঠ বিশ্ব আসরে খেলতে চাওয়া মেসি।
আসছে বছরে বসবে বিশ্বকাপের আরেকটি আসর। বিশ্বকাপের নতুন আসর, নতুন জার্সি না হলে কি চলে! আর্জেন্টিনা কাজটি করে ফেলেছে। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। অ্যাডিডাসের একদল ডিজাইনার তৈরি করেছে আর্জেন্টাইন ফুটবলারদের জন্য নতুন জার্সি। এই জার্সি গায়ে জড়িয়েই যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপের আগামী আসরে মাঠে নামবে লিওনেল মেসিরা। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য তৈরি নতুন জার্সি ইতোমধ্যে উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
অবাক করার বিষয় হলো- আর্জেন্টিনার নতুন জার্সি তৈরির সৃজনশীল প্রক্রিয়ায় অবদান রেখেছেন ব্রাজিলিয়ান ডিজাইনার সার্জিও মারেকো। যাতে ব্যবহার করা হয়েছে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের জার্সিতে (১৯৭৮, ১৯৮৬ ও ২০২২) ব্যবহৃত নীল রঙের তিন আলাদা আলাদা শেড। আর্জেন্টিনার জার্সিতে নীল রঙের যে ডোরাগুলো থাকে, সেগুলো থাকে সাধারণত নীল রঙের এক ধরনের শেড। এবার প্রতিটি ডোরায় তিনটি ভিন্ন ভিন্ন নীল রঙের সমন্বয়ে করা হয়েছে একটি শেড।

বিশ্বকাপের আগামী আসরে খেলতে চান লিওনেল মেসি। এ ফুটবল জাদুকর মনে-প্রাণেই চান আর্জেন্টিনার বিশ্ব শিরোপার ধরে রাখার মিশনে অংশীদার হতে। তবে বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে নিজের ফিটনেসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন সব সময়। সে যাই হোক, ২০২৬ বিশ্বকাপে মেসি প্রিয় জন্মভূমির প্রতিনিধিত্ব করতে চান। নিজের মনের সেই সুপ্ত ইচ্ছাটা এ আর্জেন্টাইন মেগাস্টার আবারও জানালেন। তবে একটু চমকপ্রদ উপায়ে। আর্জেন্টিনার বিশ্বকাপের নতুন জার্সির বিজ্ঞাপনের মাধ্যমে- একটু ভিন্ন আমেজে।
নতুন জার্সির বিজ্ঞাপনে দেখা যায়, দলের কয়েকজন সতীর্থের সঙ্গে তাস খেলছেন মেসি। টেবিলে তাদের তাস খেলায় সংগীতশিল্পী বিজারর্যাপ আর অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গী ছিলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। তাসে ‘চার’ উঠতেই উচ্ছ্বসিত মেসি বলে ফেলেন, ‘আমি তো এটাই চাই’। এই ছোট্ট বার্তাকে মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছার আভাস হিসেবেই দেখছেন ফুটবলপ্রেমীরা। সবার ধারণা, নীল-সাদা জার্সিতে দেশবাসীকে চতুর্থ বিশ্বকাপ উপহার দেওয়ার স্বপ্ন পূরণের ইচ্ছার আভাসই দিয়েছেন ষষ্ঠ বিশ্ব আসরে খেলতে চাওয়া মেসি।
আসছে বছরে বসবে বিশ্বকাপের আরেকটি আসর। বিশ্বকাপের নতুন আসর, নতুন জার্সি না হলে কি চলে! আর্জেন্টিনা কাজটি করে ফেলেছে। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। অ্যাডিডাসের একদল ডিজাইনার তৈরি করেছে আর্জেন্টাইন ফুটবলারদের জন্য নতুন জার্সি। এই জার্সি গায়ে জড়িয়েই যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপের আগামী আসরে মাঠে নামবে লিওনেল মেসিরা। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য তৈরি নতুন জার্সি ইতোমধ্যে উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
অবাক করার বিষয় হলো- আর্জেন্টিনার নতুন জার্সি তৈরির সৃজনশীল প্রক্রিয়ায় অবদান রেখেছেন ব্রাজিলিয়ান ডিজাইনার সার্জিও মারেকো। যাতে ব্যবহার করা হয়েছে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের জার্সিতে (১৯৭৮, ১৯৮৬ ও ২০২২) ব্যবহৃত নীল রঙের তিন আলাদা আলাদা শেড। আর্জেন্টিনার জার্সিতে নীল রঙের যে ডোরাগুলো থাকে, সেগুলো থাকে সাধারণত নীল রঙের এক ধরনের শেড। এবার প্রতিটি ডোরায় তিনটি ভিন্ন ভিন্ন নীল রঙের সমন্বয়ে করা হয়েছে একটি শেড।

রান তাড়ায় নেমে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার নবম উইকেট জুটিতে যোগ করেন ৭৮ রান, যা এই উইকেটে টেস্ট খেলুড়ে কোনো দলের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। কিন্তু রেকর্ড জুটিও জয় এনে দিতে পারলো না ওয়েস্ট ইন্ডিজকে।
১ ঘণ্টা আগে
দুই ম্যাচ শেষে ইন্টার মিয়ামি ও ন্যাশভিলের স্কোর ছিল সমতায়। তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়াল ভাগ্য নির্ধারণী। তাতে লিওনেল মেসির জাদুর কাছে পাত্তাই পেল না ন্যাশভিলে।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য এশিয়ান অ্যাম্পুটি ফুটবল চ্যাম্পিয়নশিপ ফুটবলের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অ্যাম্পুটি ফুটবল দল। এ আসরকে ঘিরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে