জতার পরিবারকে কত টাকা দিচ্ছে চেলসি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৯: ৫৫

লিভারপুলের সঙ্গে আরো ২ বছরের চুক্তি ছিল দিয়োগো জতার। গাড়ি দূর্ঘটনায় নিহত হলেও বাকি ২ বছরের বেতন তার পরিবারকে দেবে মার্সিসিইডের ক্লাবটি। এবার জতার পাশে দাঁড়াল প্রিমিয়ার লিগের আরেক ক্লাব চেলসি।

প্রথমবারের মতো ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে চেলসি। ফাইনালে পিএসজিকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরে লন্ডনের ক্লাবটি।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ৩৯২ কোটি ২৬ লাখ ৭৪ হাজার টাকা পায় চেলসি। এই অর্থের একটা অংশ জতার পরিবারকে দেবে ক্লাব কর্তৃপক্ষ ও খেলোয়াড়রা। এর পরিমাণ প্রায় ১৮৮ কোটি ৫ লাখ ৩৭ হাজার টাকা। এমনটাই জানিয়েছে খেলাধুলাভিত্তিক গণমাধ্যম দ্য অ্যাথলেটিক।

প্রতিবেদনে বলা হয়েছে, জতার পরিবারের জন্য অনুদান হিসেবে চেলসির প্রত্যেক খেলোয়াড় এবং কোচরা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি অনুদান দিয়েছেন।

গত ৩ জুলাই স্পেনে গাড়ি দূর্ঘটনায় ছোট ভাই আন্দ্রে সিলভাসহ নিহত হন জতা। মারা যাওয়ার দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা কারদোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পর্তুগিজ তারকা। এই জুটির ৩ সন্তান আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত