মুক্তি পেয়ে ‘হাসিমুখে’ ফেরার অপেক্ষায় পাকেতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৪: ৩৫
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৫: ২৬

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কর্তৃক আনীত ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন লুকাস পাকেতা। তাই এখন হাসিমুখে মাঠে ফেরার অপেক্ষায় আছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর পাকেতা বলেন, ‘শুরু থেকেই আমি নিজেকে নির্দোষ দাবি করে আসছিলাম। আমি হাসিমুখে মাঠে ফেরার অপেক্ষায় আছি। মুক্তি পাওয়ায় আমি সৃষ্টিকর্তার ওপর কৃতজ্ঞ। আমি অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। স্ত্রী, বন্ধু, সমর্থক, আইনজীবী ও ওয়েস্ট হ্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, লিডস ইউনাইটেড ও বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে একবার করে হলুদ কার্ড দেখেন পাকেতা। এই ঘটনায় ২০২৩ সাল থেকে অ্যাস্টন ভিলার এই ব্রাজিলিয়ান ফুটবলার বিরুদ্ধে তদন্ত শুরু করে এফএ।

গত বছরের মে মাসে পাকেতার বিরুদ্ধে অনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখার অভিযোগ গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ হওয়ার শঙ্কা ছিল তার। যদিও তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য বলে প্রমাণ হয়নি। বিবৃতিতে এমনটাই জানিয়েছেন এফএ।

এতোদিন অভিযোগ মাথায় নিয়েই ওয়েস্ট হ্যাম ও ব্রাজিলের হয়ে খেলে গেছেন পাকেতা। গত মৌসুমে ইংলিশ ক্লাবটির হয়ে ৩৩টি লিগ ম্যাচে মাঠে নামেন এই অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত