পন্তের বদলি হিসেবে ডাক পাওয়া কে এই জগদিশান?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২: ৩১
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১২: ৩১

চোট পেয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন ঋষভ পন্ত। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন নারায়ণ জগদিশান। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের।

এখন পর্যন্ত ৫২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন জগদিশান। ৭৯ ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন ৩ হাজার ৩৭৩ রান। ব্যাটিং গড় ৪৭.৫০। ১০ সেঞ্চুরির পাশাপাশি ১৪টি ফিফটি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৬৪টি লিস্ট ‘এ’ ম্যাচে তার সংগ্রহ ২ হাজার ৭২৮ রান। এছাড়া কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অভিজ্ঞতা আছে জগদিশানের। এবার জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় তামিলনাড়ুর এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

এর আগে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের একটি ডেলিভারি সুইপ করতে গেলে পন্তের ডান পায়ে বল লাগে। এজন্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি। তার পরিবর্তে গ্লাভস হাতে দাঁড়ান ধ্রুব জুরেল। রিপোর্টের পর জানা যায়, পন্তের ডান পায়ে চিড় ধরেছে। তাই আর শেষ টেস্টে মাঠে নামতে পারবেন না তিনি।

সুস্থ হতে কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পন্তকে। ম্যানচেস্টার টেস্ট শেষে ভারতের কোচ গৌতম গম্ভীর বলেন, ‘ঋষভ পন্ত একজন দৃঢ় চরিত্রের ক্রিকেটার। সে দেশ ও দলের জন্য যা করেছে তা সত্যিই অসাধারণ। সে ইনিংসের ভিত্তি তৈরি করে দিয়েছে। ভাঙা পা নিয়ে যেভাবে ব্যাটিং করেছে তাতে কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। অতীতে খুব কম ক্রিকেটারকেই আমি এমনটা করতে দেখেছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত