ক্রাইস্টচার্চে রীতিমতো রান উৎসব করেছে নিউজিল্যান্ড। দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন টম লাথাম আর রাচিন রবীন্দ্র। দুজনের দুরন্ত ব্যাটিং নৈপুণ্যে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। তাতে ব্ল্যাক ক্যাপস শিবিরের লিড বেড়ে দাঁড়িয়েছে ৪৮১ রানে। কিউইদের রান চাপায় তৃতীয় দিন শেষে বেশ চাপেই পড়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
টম লাথাম ব্যাটিং করেছেন অধিনায়কোচিত। ২৫০ বল খরচায় খেলেছেন ১৪৫ রানের দারুণ এক ইনিংস। তিন অঙ্কের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারির মার। রাচিনও দাপুটে ব্যাটিংয়ে উপহার দিয়েছেন ১৭৬ রানের চোখধাঁধানো এক ইনিংস। ১৮৫ বল খেলে ২৭ বাউন্ডারি ও ১ ছক্কায় রাচিন সাজান তার অসাধারণ ইনিংসটি। আরেক ওপেনার ডেভন কনওয়ে ৩৭ রান এনে দেন। তাতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪১৭ তুলে তৃতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড।
উইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ আর ওজে শিল্ডস। তার আগে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে কিউইরা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২৩১/১০ ও ৪১৭/৪ (রবীন্দ্র ১৭৬, লাথাম ১৪৫, কনওয়ে ৩৭; রোচ ২/৬১ ও শিল্ডস ২/৬৪)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৬৭/১০। *তৃতীয় দিন শেষে

