স্পোর্টস রিপোর্টার
খারাপ সময়টা যেন কিছুতেই পেছনে ফেলতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠের পারফরম্যান্সে যেন কোনো উন্নতিই হচ্ছে না এ ইংলিশ জায়ান্ট ক্লাবের। রুবেন আমোরিমের কোচিংয়ে দিন দিন আরো অবনতি হচ্ছে। এমনটাই মনে করছেন ইউনাইটেডের সাবেক অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা ওয়েইন রুনি।
প্রিয় ক্লাব নিয়ে নিজের দুশ্চিন্তার শেষ নেই। তাই তো এমন নেতিবাচক কথাই বলছেন রুনি। তার প্রমাণ তো রেড ডেভিলরা দিয়েছেন ম্যানচেস্টার ডার্বিতে। ইত্তিহাদ স্টেডিয়ামে গত রোববার ম্যানসিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ড শিবির এমন বাজে হারের তেতো স্বাদ হজম করায় স্বাভাবিকভাবে চাপ বেড়েই চলেছে কোচ আমোরিমের ওপর। এরিক টেন হাগের উত্তরসূরি হয়েছেন আমোরিম ১০ মাস হলো। কিন্তু এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ম্যানইউকে চেনা রূপে ফেরাতে পারেননি পর্তুগিজ কোচ।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ শেষের আগেই ইউনাইটেডের সমর্থকরা গ্যালারি ফাঁকা করে ফেলেন। মাঠ ছাড়েন রাজ্যের হতাশায় ডুবে। তাই তো বিবিসির ‘দ্য ওয়েন রুনি শো’-তে সাবেক এই ম্যানইউ ক্যাপ্টেন সমালোচনার বিষাক্ত তির ছুড়েছেন কোচ আমোরিমের দিকে। তিনি বলেন, ‘যতটা সম্ভব কোচ ও ফুটবলারদের পাশে থাকতে চাই। কিন্তু এখানে বসে বলা খুব কঠিন যে, আমরা অগ্রগতি দেখছি কিংবা অন্তত এমন কিছু দেখছি, যা নিকট ভবিষ্যতে সাফল্য এনে দেবে। আমরা তেমন কোনো আভাসই পাচ্ছি না। এটা ভীষণ পীড়াদায়ক।’
ম্যানইউ ভক্তদের হতাশা নিয়ে রুনি বলেন, ‘ম্যাচের শেষ দিকের দৃশ্য দেখলাম, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। ভক্তরা আমোরিমের নামে গান গাচ্ছিলেন। এটাই অনেক শক্তিশালী বার্তা দেয় যে, ইউনাইটেডের ভক্তরা (ম্যাচ শেষের আগেই) চলে যাচ্ছেন। তারা বুঝে গেছে, লড়াই শেষ। আমার মনে হয়েছে, মাঠের পারফরম্যান্স দেখে তারা যারপরনাই হতাশ ছিলেন।’
ইউনাইটেড ৪২ পয়েন্টের পুঁজি নিয়ে তালিকার ১৫তম স্থানে থেকে শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমটা। ১৯৮৯-৯০ মৌসুমের পর দলের সবচেয়ে বাজে অবস্থান এটি। উন্নতির পর ৩-৪-৩ ফর্মেশনে খেলানোর জন্য দল নতুনভাবে গড়ে তুলেছেন আমোরিম। কিন্তু নতুন মৌসুমে পুরোনো সমস্যায় এখনো ভুগে চলেছে ম্যানইউ। রুনির চোখে ধরা পড়েছে সেটা, ‘গত বছর যখন টেন হাগ ছাঁটাই হলেন এবং রুবেন এলেন, আমরা শুনলাম এখন থেকে তারা কীভাবে খেলবে। ফর্মেশন পরিবর্তন আসবে। আমি মনে করি, কোচ যদি নিজের প্রতি সৎ হন তাহলে, এটা আরো খারাপ হয়েছে।’
খারাপ সময়টা যেন কিছুতেই পেছনে ফেলতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠের পারফরম্যান্সে যেন কোনো উন্নতিই হচ্ছে না এ ইংলিশ জায়ান্ট ক্লাবের। রুবেন আমোরিমের কোচিংয়ে দিন দিন আরো অবনতি হচ্ছে। এমনটাই মনে করছেন ইউনাইটেডের সাবেক অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা ওয়েইন রুনি।
প্রিয় ক্লাব নিয়ে নিজের দুশ্চিন্তার শেষ নেই। তাই তো এমন নেতিবাচক কথাই বলছেন রুনি। তার প্রমাণ তো রেড ডেভিলরা দিয়েছেন ম্যানচেস্টার ডার্বিতে। ইত্তিহাদ স্টেডিয়ামে গত রোববার ম্যানসিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ড শিবির এমন বাজে হারের তেতো স্বাদ হজম করায় স্বাভাবিকভাবে চাপ বেড়েই চলেছে কোচ আমোরিমের ওপর। এরিক টেন হাগের উত্তরসূরি হয়েছেন আমোরিম ১০ মাস হলো। কিন্তু এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ম্যানইউকে চেনা রূপে ফেরাতে পারেননি পর্তুগিজ কোচ।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ শেষের আগেই ইউনাইটেডের সমর্থকরা গ্যালারি ফাঁকা করে ফেলেন। মাঠ ছাড়েন রাজ্যের হতাশায় ডুবে। তাই তো বিবিসির ‘দ্য ওয়েন রুনি শো’-তে সাবেক এই ম্যানইউ ক্যাপ্টেন সমালোচনার বিষাক্ত তির ছুড়েছেন কোচ আমোরিমের দিকে। তিনি বলেন, ‘যতটা সম্ভব কোচ ও ফুটবলারদের পাশে থাকতে চাই। কিন্তু এখানে বসে বলা খুব কঠিন যে, আমরা অগ্রগতি দেখছি কিংবা অন্তত এমন কিছু দেখছি, যা নিকট ভবিষ্যতে সাফল্য এনে দেবে। আমরা তেমন কোনো আভাসই পাচ্ছি না। এটা ভীষণ পীড়াদায়ক।’
ম্যানইউ ভক্তদের হতাশা নিয়ে রুনি বলেন, ‘ম্যাচের শেষ দিকের দৃশ্য দেখলাম, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। ভক্তরা আমোরিমের নামে গান গাচ্ছিলেন। এটাই অনেক শক্তিশালী বার্তা দেয় যে, ইউনাইটেডের ভক্তরা (ম্যাচ শেষের আগেই) চলে যাচ্ছেন। তারা বুঝে গেছে, লড়াই শেষ। আমার মনে হয়েছে, মাঠের পারফরম্যান্স দেখে তারা যারপরনাই হতাশ ছিলেন।’
ইউনাইটেড ৪২ পয়েন্টের পুঁজি নিয়ে তালিকার ১৫তম স্থানে থেকে শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমটা। ১৯৮৯-৯০ মৌসুমের পর দলের সবচেয়ে বাজে অবস্থান এটি। উন্নতির পর ৩-৪-৩ ফর্মেশনে খেলানোর জন্য দল নতুনভাবে গড়ে তুলেছেন আমোরিম। কিন্তু নতুন মৌসুমে পুরোনো সমস্যায় এখনো ভুগে চলেছে ম্যানইউ। রুনির চোখে ধরা পড়েছে সেটা, ‘গত বছর যখন টেন হাগ ছাঁটাই হলেন এবং রুবেন এলেন, আমরা শুনলাম এখন থেকে তারা কীভাবে খেলবে। ফর্মেশন পরিবর্তন আসবে। আমি মনে করি, কোচ যদি নিজের প্রতি সৎ হন তাহলে, এটা আরো খারাপ হয়েছে।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে