আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমোরিমের কোচিংয়ে আরো অবনতি ইউনাইটেডের : রুনি

স্পোর্টস রিপোর্টার

আমোরিমের কোচিংয়ে আরো অবনতি ইউনাইটেডের : রুনি

খারাপ সময়টা যেন কিছুতেই পেছনে ফেলতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠের পারফরম্যান্সে যেন কোনো উন্নতিই হচ্ছে না এ ইংলিশ জায়ান্ট ক্লাবের। রুবেন আমোরিমের কোচিংয়ে দিন দিন আরো অবনতি হচ্ছে। এমনটাই মনে করছেন ইউনাইটেডের সাবেক অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা ওয়েইন রুনি।

বিজ্ঞাপন

প্রিয় ক্লাব নিয়ে নিজের দুশ্চিন্তার শেষ নেই। তাই তো এমন নেতিবাচক কথাই বলছেন রুনি। তার প্রমাণ তো রেড ডেভিলরা দিয়েছেন ম্যানচেস্টার ডার্বিতে। ইত্তিহাদ স্টেডিয়ামে গত রোববার ম্যানসিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ড শিবির এমন বাজে হারের তেতো স্বাদ হজম করায় স্বাভাবিকভাবে চাপ বেড়েই চলেছে কোচ আমোরিমের ওপর। এরিক টেন হাগের উত্তরসূরি হয়েছেন আমোরিম ১০ মাস হলো। কিন্তু এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ম্যানইউকে চেনা রূপে ফেরাতে পারেননি পর্তুগিজ কোচ।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ শেষের আগেই ইউনাইটেডের সমর্থকরা গ্যালারি ফাঁকা করে ফেলেন। মাঠ ছাড়েন রাজ্যের হতাশায় ডুবে। তাই তো বিবিসির ‘দ্য ওয়েন রুনি শো’-তে সাবেক এই ম্যানইউ ক্যাপ্টেন সমালোচনার বিষাক্ত তির ছুড়েছেন কোচ আমোরিমের দিকে। তিনি বলেন, ‘যতটা সম্ভব কোচ ও ফুটবলারদের পাশে থাকতে চাই। কিন্তু এখানে বসে বলা খুব কঠিন যে, আমরা অগ্রগতি দেখছি কিংবা অন্তত এমন কিছু দেখছি, যা নিকট ভবিষ্যতে সাফল্য এনে দেবে। আমরা তেমন কোনো আভাসই পাচ্ছি না। এটা ভীষণ পীড়াদায়ক।’

ম্যানইউ ভক্তদের হতাশা নিয়ে রুনি বলেন, ‘ম্যাচের শেষ দিকের দৃশ্য দেখলাম, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। ভক্তরা আমোরিমের নামে গান গাচ্ছিলেন। এটাই অনেক শক্তিশালী বার্তা দেয় যে, ইউনাইটেডের ভক্তরা (ম্যাচ শেষের আগেই) চলে যাচ্ছেন। তারা বুঝে গেছে, লড়াই শেষ। আমার মনে হয়েছে, মাঠের পারফরম্যান্স দেখে তারা যারপরনাই হতাশ ছিলেন।’

ইউনাইটেড ৪২ পয়েন্টের পুঁজি নিয়ে তালিকার ১৫তম স্থানে থেকে শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমটা। ১৯৮৯-৯০ মৌসুমের পর দলের সবচেয়ে বাজে অবস্থান এটি। উন্নতির পর ৩-৪-৩ ফর্মেশনে খেলানোর জন্য দল নতুনভাবে গড়ে তুলেছেন আমোরিম। কিন্তু নতুন মৌসুমে পুরোনো সমস্যায় এখনো ভুগে চলেছে ম্যানইউ। রুনির চোখে ধরা পড়েছে সেটা, ‘গত বছর যখন টেন হাগ ছাঁটাই হলেন এবং রুবেন এলেন, আমরা শুনলাম এখন থেকে তারা কীভাবে খেলবে। ফর্মেশন পরিবর্তন আসবে। আমি মনে করি, কোচ যদি নিজের প্রতি সৎ হন তাহলে, এটা আরো খারাপ হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন