রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ২৪

সাউদ্যাম্পটনে ইংল্যান্ড ৪৪১! দক্ষিণ আফ্রিকা ৭২! দুদলের ব্যাটিংয়ের বৈপরীত্যই বলে দিচ্ছে ম্যাচের ফল। রান চাপায় পড়ে বিধ্বস্ত প্রোটিয়ারা। আর রান উৎসবের ম্যাচে ইংলিশরা জিতেছে ৩৪২ রানের বিশাল ব্যবধানে। রানের হিসাবে ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড এটি। তৃতীয় ও শেষ ম্যাচ হারলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।


ব্যাটিংয়ে ঝলক দেখান ইংল্যান্ডের চার ব্যাটসম্যান। সেঞ্চুরি হাঁকান জো রুট আর জ্যাকব বেথেল। হাফসেঞ্চুরি আসে জেমি স্মিথ আর জস বাটলারের ব্যাট থেকে। তাতে ইংল্যান্ড ৫ উইকেটে গড়ে ৪৪১ রানের পাহাড়। ৯৬ বলে ৬ বাউন্ডারিতে ১০০ রানে থামেন রুট। আর ৮২ বলে ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১১০ রানের চমৎকার এক ইনিংস উপহার দেন বেথেল। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার প্রথম শতক। দলীয় স্কোরে ৬২ রান যোগ করেন স্মিথ। তার সমান ৬২* রানে অপরাজিত থেকে যান বাটলার।


বড় স্কোর তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা থেমে গেছে টি-টোয়েন্টি খেলেই! তারা ব্যাট করেছে মাত্র ২০.৫ ওভার। দলীয় স্কোর দাঁড়ায় ৭২। আফ্রিকার দেশটির ব্যাটিং বিপর্যয়ের মাঝে দুই অঙ্কের দেখা পেয়েছেন মাত্র তিনজন। করবিন বোশ (২০), কেশব মহারাজ (১৭) ও ট্রিস্টান স্টাবস (১০)। ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জোফরা আর্চার।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৪৪১/৫, ৫০ ওভার (বেথেল ১১০, রুট ১০০, স্মিথ ৬২ ও বাটলার ৬২*; মহারাজ ২/৬১ ও ২/৭৯)।

দক্ষিণ আফ্রিকা: ৭২/১০, ২০.৫ ওভার (করবিন ২০, মহারাজ ১৭ ও স্টাবস ১০; আর্চার ৪/১৮, আদিল ৩/১৩ ও কার্স ২/৩৩)।

ফল: ইংল্যান্ড ৩৪২ রানে জয়ী।

ম্যাচসেরা: জোফরা আর্চার।

সিরিজ সেরা: কেশব মহারাজ ও জো রুট।

সিরিজ: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত