সেল্টাকে হারিয়ে লড়াই জমিয়ে রাখল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ২০: ০৯

স্প্যানিশ লা লিগায় রোববার (৪ মে) সেল্টা ভিগোকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে লিগ শিরোপার লড়াই জমিয়ে রাখল কার্লো আনচেলত্তির দল।

সেল্টার বিপক্ষে জিতে ফের বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে এনেছে রিয়াল। ৩৪ ম্যাচ শেষে টেবিলের দুইয়ে থাকা লস ব্লাঙ্কোসদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে কাতালানদের পুঁজি ৭৯ পয়েন্ট। আগামী ১১ মে মুখোমুখি হবে দুই দল। সে ম্যাচটিই যে লা লিগার এবারের মৌসুমের শিরোপা ভাগ্য গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা বলার অপেক্ষা রাখে না।

বিজ্ঞাপন

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৩৯ ও ৪৮ মিনিটে জালে বল জড়ান ফরাসি ফরওয়ার্ড। যদিও ৩৩ মিনিটে আর্দা গুলেরের গোলে ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা। সাত মিনিটের ব্যবধান দুই গোল করে রিয়ালকে পয়েন্ট হারানোর শঙ্কায় ফেলে দেয় সেল্টা। ৬৯ মিনিটে সফরকারীদের হয়ে ব্যবধান কমান জাভি রদ্রিগেজ। ৭৬ মিনিটে স্কোরলাইন ৩-২ করেন উইলিয়াম সুয়েডবার্গ। কিছুক্ষণ পর থিবো কোর্তায়ার অসাধারণ সেভের কারণে তৃতীয় গোল থেকে বঞ্চিত হয় সেল্টা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত