ম্যাচ চলাকালে মারা গেলেন বরিশালের ফিজিও

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৬: ০৭
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৬: ২০

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশাল বিভাগের ম্যাচ চলাকালে মারা গেছে বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান মনজুর আলম।

বিজ্ঞাপন

ম্যাচ চলাকালে স্ট্রোক করেন হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মৃত্যুর বিষয়টি জানিয়ে মনজুর আলম বলেন, 'ম্যাচ চলাকালে মৃত্যু অনাকাঙ্ক্ষিত। তিনি আমাদের চুক্তিবদ্ধ ফিজিও। বিসিবির পক্ষ থেকে সকল ধরনের সহিযোগিতা করা হবে।'

ফিজিও হাসান আহমেদ মারা যাওয়ার আগেই শেষ হয়েছে খুলনা ও বরিশালের মধ্যকার ম্যাচ। ফলে এই ম্যাচ বন্ধ করার প্রয়োজন হয়নি। এর আগে এই ম্যাচ চলাকালে হুট করে অসুস্থ হয়ে পড়েন বরিশালের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত