সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রাচিন রবীন্দ্র। যদিও দল শিরোপা জিততে না পারায় অপূর্ণতা থেকেই যাচ্ছে তার। চ্যাম্পিয়নের মুকুট না পরতে পারায় ক্রিকেটকে নিষ্ঠুর খেলা বলে আখ্যা দিয়েছেন রাচিন।
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি রাচিনের। বাকি ম্যাচগুলোতে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। চার ম্যাচে করেছেন ২৬৩ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সেঞ্চুরি হাঁকিয়েছেন দুটি। এছাড়া বল হাতে শিকার করেন তিন উইকেট। সব মিলিয়ে মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টটি স্মরণীয় করে রেখেছেন রাচিন। এরপরও শিরোপা না জিততে পারার কষ্ট আড়াল করতে পারছেন না তিনি।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাচিন বলেন, ‘আমি অনেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিরোপা জিতলে আনন্দে পূর্ণতা আসতো। কিন্তু ক্রিকেট একটি নিষ্ঠুর খেলা। এই খেলায় অভিজ্ঞতা কিংবা নতুন বলে কিছু নেই। টুর্নামেন্টে আমাদের দলের সবাই নিজ নিজ জায়গা থেকে অবদান রেখেছে। আমরা একটি দল হিসেবে লড়াই করে গেছি।’
তারকা ব্যাটার আরও বলেন, ‘এই মুহূর্তে আমার মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনালটা দারুণ ছিল। ব্যক্তিগতভাবে কোনো স্বীকৃতি পেলে অবশ্যই ভালো লাগে। দলে জন্য কিছু করতে পারলে তো আরও ভালো লাগে। আমার যেকোনো টুর্নামেন্টে খেলতে ভালো লাগে। কারণ তখন একটা লক্ষ্য থাকে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

