জাকের-হাসানের ব্যাটে বাংলাদেশের লড়াকু পুঁজি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ মে ২০২৫, ২৩: ০৫
আপডেট : ২২ মে ২০২৫, ০১: ২৫

দলীয় ৮৪ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। তখন মনে হচ্ছিল ১০০ রানের আগেই অলআউট হবে সফরকারী দল। কিন্তু নবম উইকেটে জাকের আলী অনিক ও হাসান মাহমুদের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত এই দুইজনের ব্যাটে চড়ে ১৬২ রানের পুঁজি পেয়েছে সফরকারী দল।

বিজ্ঞাপন

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই একটি করে চার এবং ছয় মারেন তামিম। মুদ্রার উল্টো পিঠ দেখতেও বেশি সময় লাগেনি। পরের ওভার থেকে ছন্দপতন। সেখান থেকেই শুরু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথিরা। একে একে আসা যাওয়ার মিছিলে শামিল হন পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শেখ মাহেদি, শামিম হোসেনরা। লিটন দাস কিছুটা আশা জাগালেও ইনিংস বড় করতে পারেননি।

আউট হওয়া প্রথম আট ব্যাটারের মধ্যে ছয়জনই দশকের ঘরে যেতে পারেননি। আরব আমিরাতের বিপক্ষে ফিল সিমন্সের শিষ্যরা কেমন ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল সেটা প্রমাণের জন্য এই একটা পরিসংখ্যানই যথেষ্ট। যদিও নবম উইকেটে ৪৪ রান যোগ করে বিপর্যয় সামাল দেন জাকের ও হাসান।

৩৪ বলে ৩ ছয় ও এক চারের মারে ৪১ রানে বিদায় নেন জাকের। দলীয় ১২৮ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। জাকের বিদায় নিলেও শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন হাসান। শেষ উইকেটে শরিফুলের সঙ্গে ৩৪ রান যোগ করেন এই পেসার। ১৫ বলে ৩ ছয়ের সাহায্যে ২৬ রানে অপরাজিত থাকেন হাসান। এছাড়া ৭ বলে ১৬ রান করেন শরিফুল। বাংলাদেশের হয়ে ১৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন তানজিদ হাসান তামিম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত